Saturday, November 8, 2025

ক্রীড়ামন্ত্রী, মেয়রের হাত দিয়ে ভারত গৌরব সৃজেস, জমজমাট ইস্টবেঙ্গল দিবস

Date:

হকিতে ইতিহাস তৈরী করেছে ভারতীয় দল। যার নেতৃত্বে ফের একবার ভারত অলিম্পিকের (Olympic) মঞ্চে হকিতে (Hockey) পদক জিতেছেন, সেই পি আর শ্রীজেস (P R Sreejesh) এদিন আবেগতাড়িত। ভারত গৌরব সম্মান পাওয়ার আবেগটাই তাঁর কাছে অন্যরকম।

ইস্টবেঙ্গল দিবস (East Bengal foundation day) জুড়ে এদিন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বসেছিল চাঁদের হাট। গোটা স্টেডিয়াম জুড়ে বার বার উঠলো জয় ইস্টবেঙ্গল স্লোগান। মঞ্চে বসে বারবার এই চিত্রই যেন তাঁকে অবাক করলো বারবার। এমন ঐতিহ্যশালী ক্লাব থেকে পুরস্কার পেয়ে তিনি আপ্লুত।

পি আর সৃজেস (P R Sreejesh) জানিয়েছেন, এটা বিরাট মুহূর্ত আমার কাছে। কারণ আমি হকি (Hockey) থেকে এসেছি। সম্পূর্ণ আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। সেখানে ইস্টবেঙ্গলের থেকে এমন সম্মানে আমি অভিভূত। অবশ্যই আইএম বিজয়নকে কে না চেনে, উনি তো সবারই আইডল।

এদিন সৃজেশের হাতে সেই সম্মান তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) এবং মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এই ঐতিহ্যময় দিনের মঞ্চ থেকেই ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন অরূপ বিশ্বাস কেনো ইস্টবেঙ্গল সবার থেকে আলাদা সেটাই বললেন ক্রীড়ামন্ত্রী।

অরূপ বিশ্বাস জানান, ডার্বি দিয়ে শুরু হয়েছে। ইস্টবেঙ্গল এর সূর্য উঠছে, ডার্বি দিয়ে শুরু হয়েছে। সমর্থকদের ফুটবলারদের আরও পাশে থাকতে হবে। ক্রীড়ামন্ত্রী হিসেবে সব জায়গায় যাই। ইস্টবেঙ্গলের সঙ্গে সবার একটা জায়গাতেই পার্থক্য, ইস্টবেঙ্গল অতীত কে মনে রাখে। সবাইকে সম্মান দিতে জানে। প্রতিবার এই যে ভারত গৌরব। ভারতের ক্রীড়া নক্ষত্রদের দিয়েছে। বাংলার লিয়েন্ডার, সৌরভ, অরুণ ঘোষদের দিয়েছ। এবার আসা করুন সাফল্য হবে। প্লেয়াররা খেলুক মাঠে, দর্শকরা মাঠের বাইরে।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল সুযোগ দিলে সুদ সমেত ফিরিয়ে দেব: সঞ্জয়

তবে এদিন সকলের অপেক্ষা ছিল একটাই কখন প্রিয় দল মঞ্চে উঠবে। অস্কার ব্রুজোয়ের সঙ্গে যখন একে একে লাল হলুদ তারকারা মঞ্চে উঠলেন, সেই সময় গোটা স্টেডিয়ামে ফেটে পড়ে হাততালি। স্লোগান জয় ইস্টবেঙ্গল। এই মঞ্চেই এদিন সেরা উঠতি তারকা সম্মানে সম্মানিত হলেন পি ভি বিষ্ণু। সম্মান পেলেন সৌভিক চক্রবর্তী।

ইস্টবেঙ্গলের ফুটবলাররা মঞ্চে উঠতেই সমর্থকদের ছিল বন্ধ ভাঙ্গা উচ্ছ্বাস। আবদার একটাই, এবার সাফল্য। আর সেই সঙ্গেই বেজে উঠলো ইস্টবেঙ্গলের ঐতিহ্যের গান।

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

৮ নভেম্বর (শনিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২০৭৫ ₹ ১২০৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১২১৩৫...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৮ নভেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

একলাফে বাড়ল বিহারের ভোট: ফায়দা কার? আশা দেখছে উভয়পক্ষ!

বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম দফা চমকে দিয়েছে নির্বাচন কমিশনকে। প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার এক লাফে এতটা বেড়েছে,...

এশিয়া মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে দেশের জন্য সোনা জয় বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ারের

আন্তর্জাতিক স্তরে দেশের নাম উজ্জ্বল করলেন বাংলার মহিলা সিভিক ভলেন্টিয়ার। ২২টি দেশকে টেক্কা দিয়ে আন্তর্জাতিক স্তরের জ্যাভলিন থ্রো...
Exit mobile version