Saturday, November 1, 2025

ধর্ষকদের আশ্রয়দাতা বিজেপি: প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত আদালতে

Date:

লোকসভা নির্বাচনে তার জন্য প্রচার করেছিলেন খোদ নরেন্দ্র মোদি। জনতা দল (সেকুলার)-এর (JDS) প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে (Prajwal Revanna) সাংসদ-বিধায়ক বিশেষ আদালত ধর্ষণের প্রথম মামলায় দোষী সাব্যস্ত করল। বিজেপি যে ধর্ষক ও নারী নির্যাতনকারীদের আশ্রয়দাতা, একথা বারবার বলে এসেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। শুক্রবার আদালতের রায়ে ফের একবার সেটাই প্রমাণিত হল। শনিবার সাজা (punishment) ঘোষণা করবে আদালত।

চোদ্দমাসে প্রজ্জ্বল রেভান্নাকে দোষী সাব্যস্ত (convicted) করল বিশেষ আদালত। লোকসভা নির্বাচনের আগে জেডিএস সাংসদ প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। এরপরই ফেরার হয়ে যায় অভিযুক্ত এনডিএ জোট শরিক সাংসদ। শেষ রক্ষা হয়নি। দীর্ঘ চোদ্দ মাস প্রায় ১১৩ সাক্ষীর বক্তব্য শুনে শেষ পর্যন্ত আদালত ধর্ষক রেভান্নাকে দোষী সাব্যস্ত করে।

প্রজওয়াল রেভান্নার বিরুদ্ধে অভিযোগ তিনি সেই গৃহ সহায়িকাকে লাগাতার ধর্ষণ করেন। অভিযোগকারিনী জানিয়ে ছিলেন, ২০২১ সাল থেকে রেভান্না পরিবারের ফার্ম হাউসে তিনি সহায়িকার কাজ করতেন। সেই সময়ে তাঁকে ধর্ষণ করে অশ্লীল ভিডিও তোলারও অভিযোগ ছিল। তার বিরুদ্ধে ধর্ষণ-সহ আরও কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়। গত ১৮ জুলাই আদালত এই মামলার শুনানি সমাপ্ত হয়। ৩০জুলাই রায়দান হওয়ার কথা ছিল। কিন্তু এই ইস্যুতে আরও একদিন শুনানি ধার্য হয়। অবশেষে শুনানি শেষে দোষী সাব্যস্ত হলেন  জেডি(এস) এর প্রাক্তন সংসদ।

জেডি(এস)-এর প্রাক্তন সাংসদের কুকীর্তির ভিডিও আগেই প্রকাশ্যে আসে। এছাড়াও সেই সূত্রেই রেভান্নার বিরুদ্ধে যৌন নির্যাতনের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ্যে আসে। কর্ণাটকের কংগ্রেস সরকার দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে। শুধু পরিচারিকার এই একটি অভিযোগ নয়, দেবেগৌড়ার নাতির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে যা নিয়ে তদন্ত করছে সিআইডি। এইসব অভিযোগের পরে উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে হাসান কেন্দ্র থেকে ভোটে লড়লেও হেরে যান রেভান্না।

আরও পড়ুন: সেদিনের ইংরেজ আজকের বিজেপি! নেতাজিকে অসম বিধায়কের সন্ত্রাসবাদী বক্তব্যে প্রতিবাদ তৃণমূলের

তবে শুক্রবার পরিচারিকার প্রথম অভিযোগেই দোষী সাব্যস্ত (convicted) প্রজ্জ্বল রেভান্না (Prajwal Revanna)। শনিবার তার সাজা (punishment) ঘোষণা। শুক্রবার আদালতের রায় শোনার পরে রেভান্নাকে ভেঙে পড়তে দেখা যায়। বিভিন্ন ক্ষেত্রে ধর্ষণ থেকে নারী নির্যাতনে অভিযুক্ত একাধিক বিজেপি নেতা, সাংসদ, মন্ত্রী আইনকে ফাঁকি দিয়ে বেরিয়ে যেতে পারলেও এবার দোষী সাব্যস্ত হলেন মোদির ছত্রছায়ায় থাকা নেতা।

Related articles

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...

ফেডারেশন অব ওয়ার্ল্ড অ্যাকাডেমিকস-এর সম্মেলনে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন সমিত রায়

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন অ্যাডামাস ইউনিভার্সিটির (Adamas University) চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় (Samit Ray)। ২০২৫ সালের ফেডারেশন...
Exit mobile version