Tuesday, November 11, 2025

পাটনা AIIMS-এ বন্দুক নিয়ে বিধায়ক! আতঙ্কের পরিবেশে পরিষেবা বন্ধ চিকিৎসকদের

Date:

হাসপাতালে ঢুকে বন্দুক দেখিয়ে চিকিৎসকদের ভয় দেখানোর ঘটনা এইমসের মতো হাসপাতালে। নিরাপত্তা দেওয়া যাদের দায়িত্ব সেই শাসক দল জেডিইউ (JDU) বিধায়ক পাটনা এইমস-এ (AIIMS, Patna) ঢুকে যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে প্রতিবাদে শামিল এইমস-এর চিকিৎসকরা। গোটা ঘটনার তদন্ত দাবি করে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পাটনা এইমস চিকিৎসকরা।

বিহারের সেওহর বিধানসভার জেডিইউ বিধায়ক চেতন আনন্দ (Chetan Anand) এবং তার স্ত্রী চিকিৎসক আয়ুসি সিং-এর বিরুদ্ধে জোর করে হাসপাতালে ঢোকা, নিরাপত্তা রক্ষীদের মারধর এবং বন্দুক তুলে জুনিয়র চিকিৎসকদের ভয় দেখানোর অভিযোগ। প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসপাতালে জরুরী পরিষেবার নির্দিষ্ট কিছু বিভাগ ছাড়া গোটা এইমস স্তব্ধ করে আন্দোলনে নামেন চিকিৎসকরা।

৩০ জুলাই মধ্যরাতে নিজের লোকেদের নিয়ে হাসপাতালে ঢোকেন বিধায়ক চেতন আনন্দ। তার নিরাপত্তা রক্ষীরা হাসপাতালের নিরাপত্তা রক্ষীকে বন্দুকের বাট দিয়ে মারধর করে। বন্দুক তুলে জুনিয়র চিকিৎসকদের (Junior doctors) হুমকি দেওয়া হয়। এই ঘটনায় নিজেদের কর্মক্ষেত্রে চরম নিরাপত্তাহীনতায় বুঝছেন পাটনা এইমস-এর (AIIMS, Patna) চিকিৎসকরা। এই অভিযোগ জানিয়ে তাঁরা চিঠি লেখেন হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই সঙ্গে বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানান।

আরও পড়ুন: ধর্ষকদের আশ্রয়দাতা বিজেপি: প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত আদালতে

যে বিজেপি বাংলায় আরজিকরের ঘটনার পর কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল, তাদের সহযোগী জেডিইউ (JDU) পাটনায় কী ধরনের জঙ্গল রাজ চালাচ্ছে সেই ছবি উঠে এলো হাসপাতালের ঘটনায়। শাসক দলের নেতা কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ঢুকে বন্দুকবাজি করতেও যে ভয় পায় না, তা স্পষ্ট পাটনার এইমস-এর ঘটনায়। যদিও চিকিৎসকদের অভিযোগের পরেও অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয়নি বিহারের নীতীশ কুমার প্রশাসন।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version