Monday, November 10, 2025

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিতর্ক! তৃণমূল কর্মীর পাশে দাঁড়িয়ে সংহতি তৃণমূলের

Date:

‘জয় বাংলা’ স্লোগান ঘিরে উত্তাল হুগলি জেলার পুরশুড়া ও খানাকুল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তীব্র প্রতিক্রিয়ার পর প্রকাশ্যে ওই ঘটনার শিকার তৃণমূল কর্মী শেখ মইদুলের পাশে দাঁড়াল তৃণমূল কংগ্রেস। রাজ্য নেতৃত্বের তরফে সংহতি জানানো হল মইদুলকে, দেওয়া হল সংবর্ধনাও।

ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। হুগলির রাধানগরে কন্যাসুরক্ষা যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। সেই সময় আরামবাগের হেলান এলাকায় তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল কর্মী শেখ মইদুল। এরপরই গাড়ি থামিয়ে নেমে পড়েন শুভেন্দু, তেড়ে যান মইদুলের দিকে এবং পালটা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে তাঁকে রোহিঙ্গা বলে কটাক্ষ করেন। নিরাপত্তারক্ষীদের নির্দেশ দিয়ে মইদুলকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন তিনি। এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। শাসক দল তৃণমূল কংগ্রেস কড়া প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করে। দলের বক্তব্য, “বাংলার মাটিতে ‘জয় বাংলা’ বললে যিনি মেজাজ হারান, তিনিই এখন বাংলার সংস্কৃতি শেখাতে আসছেন! ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। বাংলার মানুষের কণ্ঠস্বরেই যেন ফোস্কা পড়ছে!”

ঘটনার পরদিনই খানাকুল বিধানসভার রামমোহন টু হেলান বাজারে মইদুলের বাড়িতে পৌঁছান তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক স্বপন কুমার নন্দী। তিনি বলেন, “জয় বাংলা কোনো অপরাধ নয়, বরং এটা বাংলার আত্মপরিচয়ের ভাষা। সেই স্লোগানের জন্য কারও উপর হেনস্তা হলে আমরা তা কখনও মেনে নেব না। মইদুলের পাশে গোটা দল আছে। উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক তৃণমূল নেতা-কর্মীও। মইদুলকে সম্মাননা জানানো হয় এবং তাঁর মনোবল অটুট রাখার বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন- বিধানসভা ভোটের আগে শুভেন্দুর সঙ্গে গুরুং, ফের পাহাড়ে গেরুয়া জোটের ইঙ্গিত?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

নন্দীগ্রাম দিবসে শ্রদ্ধাজ্ঞাপন: শহিদ স্মরণ মুখ্যমন্ত্রী, অভিষেকের

আজ নন্দীগ্রাম দিবসে। এদিন নন্দীগ্রাম-সহ পৃথিবীর সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

এবার নদিয়া, এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু বৃদ্ধের

তালিকায় নাম আছে, না নেই। গত ৪ নভেম্বর থেকে গোটা বাংলার মানুষ সেই আতঙ্কেই ভুগছেন। কী হবে ভবিষ্যৎ?...

পাঁচদিন তাপমাত্রা ২০-র নিচে, নভেম্বরেই জাঁকিয়ে শীত!

আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বাংলায়। ফলে ধীরে ধীরে বাতাসের জলীয় বাষ্প কমে গিয়েছে। আর তার জেরে রাজ্যে শীতের...

নিঃশ্বাস নিতে চেয়ে গ্রেফতার শিশুরাও! দিল্লিতে নজিরবিহীন ধরপাকড় অমিত শাহর পুলিশের

প্রতিদিন ক্রমশ অবনতি হচ্ছে রাজধানীর পরিবেশের। দূষণের জেরে নিঃশ্বাস নেওয়া ক্রমশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে। চোখের সমস্যা, শ্বাসের সমস্যায়...
Exit mobile version