মৌসুমী অক্ষরেখা কিছুটা উপরে উঠে পুরুলিয়া ও কাঁথির উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ক্রমশ উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে ঘূর্ণাবর্ত। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব সাময়িক কমতে চলেছে। শুক্রবার সকাল থেকে মেঘ রোদের লুকোচুরি চললেও, জেলায় জেলায় ভারী বৃষ্টির দেখা নেই। যদিও উত্তরবঙ্গের ছবিটা সম্পূর্ণ ভিন্ন। শনিবার থেকে সোমবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গে (Rain alert in North Bengal)। বাড়বে নদীর জলস্তর।
শুক্রবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। দুর্যোগ পুরোপুরি না কমলেও শ্রাবণের অবিরাম ধারা থেকে সাময়িক অব্যাহতি মিলবে বলে মনে করা হচ্ছে। আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলাতে।শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তা গাঙ্গেয় বঙ্গের উত্তর দিকে সরে আসায় দক্ষিণবঙ্গে আরও দুদিন বৃষ্টি চলবে। কলকাতাতে আজ হলুদ সর্তকতা জারি রয়েছে। বেলা বাড়লে আর্দ্রতা জড়িত অস্বস্তিও বাড়বে। এদিন উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–