Thursday, January 8, 2026

রাশিয়া, ইরান – তেল নিয়ে ভারতকে সাঁড়িশি চাপের কৌশল ট্রাম্পের, আলোচনা বিশবাঁও জলে

Date:

Share post:

রাশিয়ার থেকেও জ্বালানি তেল নিতে পারবে না ভারত। আবার ইরানের (Iran) থেকে জ্বালানিতে আনতেও মার্কিন আইনি বাধার মুখে ভারতীয় ৬ সংস্থা। মার্কিন ইশারায় না নাচার ফল এবার ভারতকে ভোগ করাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চড়া হারে শুল্ক লাগু করার পর এবার জ্বালানি তেলেও ভারতকে চাপে রাখার কৌশল আমেরিকার।

চলতি বছরে গোটা বিশ্বকে শুল্ক যুদ্ধের (tariff war) মুখে এনে দাঁড় করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও বেশিরভাগ দেশই ট্রাম্পের ঘোষণা করা শুল্কের পরোয়া করেনি। জুলাইয়ের শেষে এসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই ভারতের তরফ থেকেও আলোচনার পথ খোলা রাখা হয়েছে। তবে শুল্ক ইস্যুতে আমেরিকা কোনও কারণ ছাড়াই ভারতের সঙ্গে রাশিয়ার (Russia) যোগ টেনে এনেছে। ট্রাম্প নিজে ভারতকে রাশিয়ার থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার বিষয়ে ভারতকে দোষী সাব্যস্ত করেছেন।

ট্রাম্পের হুমকির পর ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও ভারতের বিদেশ মন্ত্রক দুই দেশের মধ্যে কোনরকম অশান্তির পরিস্থিতি নেই বলেই জানিয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ভারতের সঙ্গে অন্য যে কোনও দেশের চুক্তি পারস্পরিক সম্পর্কের উপর দাঁড়িয়ে রয়েছে। কোনও তৃতীয় দেশের প্রিজমের মধ্যে দিয়ে তা দেখতে পাওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে রাশিয়ার (Russia) সম্পর্ক অটুট এবং সময়ের সঙ্গে পরীক্ষিত একটি সম্পর্ক।

তবে ডোনাল্ড ট্রাম্পও হাত গুটিয়ে বসে নেই। রাশিয়া এবং ইরান – দুই তরফ থেকেই জ্বালানি তেল যাতে ভারতে না পৌঁছাতে পারে তার চেষ্টা করে চলেছে হোয়াইট হাউস। ইতিমধ্যেই রাশিয়া তেল নিয়ে আসা দুটি মার্কিন জাহাজকে ভারতে তেল নামাতে দেওয়া হয়নি। একই সঙ্গে ইরান (Iran) থেকে ভারতে তেল সরবরাহকারী ছয়টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। হোয়াইট হাউসের দাবি, এই ছয় সংস্থা তেল বিক্রির মাধ্যমে উপার্জিত টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপে খরচ করে।

আরও পড়ুন: ধর্মীয় হিংসামূলক প্ররোচনায় কড়া ব্যবস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ

মার্কিন রাষ্ট্রপতির ভারতের উপর শুল্ক ঘোষণার পরে উভয় পক্ষের আলোচনার যে পথ খোলার চেষ্টা চলছিল, তা যে কার্যত বন্ধ হতে চলেছে আমেরিকার পদক্ষেপেই তা প্রমাণিত। যদিও বিদেশ মন্ত্রক (MEA) জানাচ্ছে, ভারত ও আমেরিকার সম্পর্ক অনেক পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। তবে দুই দেশ তাদের মূলগত বিষয়বস্তুর ওপর নজর রেখেছে এবং ভারত বিশ্বাস করে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে।

spot_img

Related articles

ফের নৃশংস যোগীরাজ্য! উদ্ধার মহিলার আধপোড়া-অর্ধ নগ্ন দেহ

ফের যোগীরাজ্য! এবার উত্তর প্রদেশের (Uttar Pradesh) হাপুড় থেকে উদ্ধার হল আধপোড়া অবস্থায় এক মহিলার অর্ধনগ্ন দেহ। ঘটনাটি...

আজব দাবি! বিজেপি রাজ্যে সরকারি গুদামের ২৬ হাজার কুইন্টাল ধান খেয়েছে ইঁদুর, উইপোকা

ছত্তিশগড়ে সরকারি গুদাম থেকে ২৬ হাজার কুইন্টাল ধান উধাও ঘিরে চাঞ্চল্য। ছত্তিশগড়ে কবর্ধা জেলার এই বিষয়টি প্রকাশ্যে আসতেই...

বাংলায় শীতের দাপট দীর্ঘস্থায়ী, আগামী সপ্তাহেও চলবে পারদপতন! 

পৌষের শীতের (Winter)আমেজ ভরপুর উপভোগ করছে বাংলা। হাড় কাঁপানো ঠান্ডায় জেলায় জেলায় পারদপতন চলছে। এখনই আবহাওয়ার কোনও পরিবর্তন...

দলের তথ্যপ্রযুক্তি নথি হাতাতে ইডি হানা: বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল

একের পরে এক বাংলার উপর রাজনৈতিক লড়াইয়ের বাইরে গিয়ে আঘাত। প্রথমে বঞ্চনা, পরে বাঙালি দেখলেই অত্যাচার। সব শেষে...