Sunday, November 2, 2025

রাশিয়া, ইরান – তেল নিয়ে ভারতকে সাঁড়িশি চাপের কৌশল ট্রাম্পের, আলোচনা বিশবাঁও জলে

Date:

রাশিয়ার থেকেও জ্বালানি তেল নিতে পারবে না ভারত। আবার ইরানের (Iran) থেকে জ্বালানিতে আনতেও মার্কিন আইনি বাধার মুখে ভারতীয় ৬ সংস্থা। মার্কিন ইশারায় না নাচার ফল এবার ভারতকে ভোগ করাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। চড়া হারে শুল্ক লাগু করার পর এবার জ্বালানি তেলেও ভারতকে চাপে রাখার কৌশল আমেরিকার।

চলতি বছরে গোটা বিশ্বকে শুল্ক যুদ্ধের (tariff war) মুখে এনে দাঁড় করিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও বেশিরভাগ দেশই ট্রাম্পের ঘোষণা করা শুল্কের পরোয়া করেনি। জুলাইয়ের শেষে এসে ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই ভারতের তরফ থেকেও আলোচনার পথ খোলা রাখা হয়েছে। তবে শুল্ক ইস্যুতে আমেরিকা কোনও কারণ ছাড়াই ভারতের সঙ্গে রাশিয়ার (Russia) যোগ টেনে এনেছে। ট্রাম্প নিজে ভারতকে রাশিয়ার থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার বিষয়ে ভারতকে দোষী সাব্যস্ত করেছেন।

ট্রাম্পের হুমকির পর ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও ভারতের বিদেশ মন্ত্রক দুই দেশের মধ্যে কোনরকম অশান্তির পরিস্থিতি নেই বলেই জানিয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ভারতের সঙ্গে অন্য যে কোনও দেশের চুক্তি পারস্পরিক সম্পর্কের উপর দাঁড়িয়ে রয়েছে। কোনও তৃতীয় দেশের প্রিজমের মধ্যে দিয়ে তা দেখতে পাওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে রাশিয়ার (Russia) সম্পর্ক অটুট এবং সময়ের সঙ্গে পরীক্ষিত একটি সম্পর্ক।

তবে ডোনাল্ড ট্রাম্পও হাত গুটিয়ে বসে নেই। রাশিয়া এবং ইরান – দুই তরফ থেকেই জ্বালানি তেল যাতে ভারতে না পৌঁছাতে পারে তার চেষ্টা করে চলেছে হোয়াইট হাউস। ইতিমধ্যেই রাশিয়া তেল নিয়ে আসা দুটি মার্কিন জাহাজকে ভারতে তেল নামাতে দেওয়া হয়নি। একই সঙ্গে ইরান (Iran) থেকে ভারতে তেল সরবরাহকারী ছয়টি সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে আমেরিকা। হোয়াইট হাউসের দাবি, এই ছয় সংস্থা তেল বিক্রির মাধ্যমে উপার্জিত টাকা সন্ত্রাসবাদী কার্যকলাপে খরচ করে।

আরও পড়ুন: ধর্মীয় হিংসামূলক প্ররোচনায় কড়া ব্যবস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ

মার্কিন রাষ্ট্রপতির ভারতের উপর শুল্ক ঘোষণার পরে উভয় পক্ষের আলোচনার যে পথ খোলার চেষ্টা চলছিল, তা যে কার্যত বন্ধ হতে চলেছে আমেরিকার পদক্ষেপেই তা প্রমাণিত। যদিও বিদেশ মন্ত্রক (MEA) জানাচ্ছে, ভারত ও আমেরিকার সম্পর্ক অনেক পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গিয়েছে। তবে দুই দেশ তাদের মূলগত বিষয়বস্তুর ওপর নজর রেখেছে এবং ভারত বিশ্বাস করে এই সম্পর্ক আরও এগিয়ে যাবে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version