Saturday, November 8, 2025

‘দ্য কেরালা স্টোরি’র পরিচালককে শ্রেষ্ঠত্বের সম্মান! সঙ্ঘ পরিবারের বিভেদ নীতির পত্তন

Date:

জাতীয় পুরস্কারের মঞ্চে পুরস্কৃত ‘দ্য কেরালা স্টোরি’। বহু বিতর্কিত এই চলচ্চিত্রের নির্মাতাকে শ্রেষ্ঠত্বের সম্মান দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। মোদি সরকারের মন্ত্রকের এই সিদ্ধান্তে প্রবল ক্ষোভ প্রকাশ করলেন কেরালার (Kerala) মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)। সেইসঙ্গে এই সিদ্ধান্তের প্রতিবাদের দাবি জানালেন।

৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের মধ্যে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেল ‘দ্য কেরালা স্টোরি’, পুরস্কৃত হলেন পরিচালক সুদীপ্ত সেন। ২০০৬ সাল থেকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে কাজ করা সুদীপ্ত সেন (Sudipto Sen) ২০২৩ সালে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) বানিয়েছিলেন। তাছাড়া তাঁর আর বাকি সাতটি চলচ্চিত্র খুব একটা বেশি পরিচিত নয় দর্শকদের কাছে। ‘দ্য কেরালা স্টোরি’-ও প্রচার পেয়েছিল রাজনৈতিক বিতর্কের কারণেই।

শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জাতীয় পুরস্কার ঘোষণার পরে ফের একবার সেই বিতর্ক চাগড় দিয়ে উঠল। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাওয়া শাহরুখ খানের (Shah Rukh Khan) ৩০ বছরের বলিউড চলচ্চিত্র জীবনে অবশেষে জাতীয় পুরস্কার লাভ। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়া রানি মুখোপাধ্যায়ও (Rani Mukherjee) এই পুরস্কারকে ৩০ বছরের পরিশ্রমের ফসল বলেছেন। সেখানেই প্রশ্ন উঠেছে অখ্যাত সুদীপ্ত সেনের (Sudipto Sen) শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাওয়া নিয়ে।

আরও পড়ুন: রাশিয়া, ইরান – তেল নিয়ে ভারতকে সাঁড়িশি চাপের কৌশল ট্রাম্পের, আলোচনা বিশবাঁও জলে

তবে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের তরফে পুরস্কার ঘোষণার পরই প্রতিবাদ। তিনি দাবি করেন, কেরালার সম্মানে আঘাত ও ধর্মীয় উস্কানিমূলক চিন্তাধারাকে এই পুরস্কারের মাধ্যমে উসকে দেওয়ার। বিজয়নের দাবি, এই চলচ্চিত্রকে পুরস্কার দেওয়ার অর্থ কেরালার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য স্পষ্ট ভাবে জঘন্য ভুল তথ্য পরিবেশন করা এবং সাম্প্রদায়িক হিংসার বীজ বপন করা। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কর্তৃপক্ষের একপেশে মনোভাবকে সংঘ পরিবারের বিভেদ মূলক নীতির সমর্থক বলে দাবি করেন বিজয়ন। সেইসঙ্গে দাবি করেন, শুধুমাত্র মালায়ালিরা নয়, প্রত্যেক মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করেন তাঁদের সত্যের স্বপক্ষে সরব হওয়া উচিত এবং সাংবিধানিক মূল্যবোধগুলিকেই সবথেকে বেশি সম্মান করা উচিত।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version