নতুন অধিনায়কের নেতৃত্বে মাঠে নামবেন মহম্মদ সামি (Mohammed Shami)। দীর্ঘদিন পর ফের লাল-বলের ফর্ম্যাটে (Red Ball Cricket) ভারতীয় দলে ফিরতে চলেছেন মহম্মদ সামি। চোট সারিয়ে ফেরার পর এই প্রথমবার লালবলের ফর্ম্যাটে মাঠে ফিরছেন মহম্মদ সামি। আর সেটা হতে চলেছে এবারের দলিপ ট্রফি (Duleep Trophy) দিয়েই। দলীপ ট্রফির সূচী ঘোষণা হয়ে গিয়েছে। সেখানেই ইস্টার্ন জোনের (Eastern Zone) দলে সুযোগ পেয়েছেন ভারতীয় দলের এই তারকা পেসার। শেষপর্যন্ত তিনি সফল হন কিনা সেটাই দেখার।

এবারের আইপিএলে মহম্মদত সামি (Mohammed Shami) কামব্যাক করলেও, ভারতীয় দলের দড়জা নিজের জন্য খুলতে পারেননি এই তারকা ভারতীয় পেসার। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সুযোগ পাননি তিনি। এবার সেই সামির সামনেই নিজেকে প্রমাণ করার নতুন সুযোগ। এই দলিপ ট্রফি দিয়েই নিজেকে প্রমাণ করার সুযোগ পেয়েছেন মহম্মদ সামি।

তবে ইস্টার্ন জোনের নেতৃত্বের ভার পাননি মহম্মদ সামি। ঝাড়খন্ডের ঈশান কিষাণের ওপরই সেই দায়িত্ব উঠেছে এবার। দলিপ ট্রফিতে সেই ঈশান কিষাণের নেতৃত্বেই নামবেন মহম্মদ সামি।

–

–

–

–

–
–

–

–
–
–
–
–