জমি কেনাবেচা নিয়ে বিবাদের জেরে ভাড়াটে খুনির (Supery killer) হাতে খুন হয়েছিলেন এক তৃণমূল নেতা। এবার প্রকাশ্যে এলো হাড় হিম করা খুনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। ভিডিওতে দেখা যাচ্ছে কাটারি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে। এই ফুটেজ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কানাইপুর এলাকায়। জানা গেছে, নেতাকে মারতে তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল নেতা কানাইপুরের বাসিন্দা। জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয় বিশ্বনাথ দাস ওরফে ‘বিশা’-র সঙ্গে। এরপরই বিশা তিন লক্ষ টাকা দিয়ে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতের (Barasat) দীপক মণ্ডলকে ভাড়া করেন খুন করার জন্য।
তদন্তে জানা গেছে, ঘটনার দু’দিন আগেই ভাড়াটে খুনিরা বিশার বাড়িতে এসে রেইকি করে যায়। দিন দুয়েক পরে পরিকল্পনা মতো হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যাচ্ছে। একটু হেঁটে এগিয়ে স্কুটি নিয়ে স্টেশনের দিকে চম্পট দেয়।
ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটে যে অভিযুক্তদের ফোনে কথা বলতে দেখা যায়।সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজ। সেই সময়ের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তারা কোন এলাকায় আত্মগোপন করে রয়েছে। যদিও ফোন বন্ধ ছিল, তবু প্রযুক্তির সাহায্যে এলাকা শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। শেষমেশ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সফল হয়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ঘটনার বিষয়ে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, ‘‘এই খুনের পেছনে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক পাওয়া যায়নি। পূর্বপরিকল্পিতভাবে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’
–
–
–
–
–
–
–
–
–
–
–