Tuesday, August 12, 2025

জমি কেনাবেচা নিয়ে বিবাদের জেরে ভাড়াটে খুনির (Supery killer) হাতে খুন হয়েছিলেন এক তৃণমূল নেতা। এবার প্রকাশ্যে এলো হাড় হিম করা খুনের সিসিটিভি ফুটেজ (CCTV Footage)। ভিডিওতে দেখা যাচ্ছে কাটারি দিয়ে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হচ্ছে। এই ফুটেজ সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির কানাইপুর এলাকায়। জানা গেছে, নেতাকে মারতে তিন লাখ টাকার সুপারি দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, মৃত তৃণমূল নেতা কানাইপুরের বাসিন্দা। জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন স্থানীয় বিশ্বনাথ দাস ওরফে ‘বিশা’-র সঙ্গে। এরপরই বিশা তিন লক্ষ টাকা দিয়ে শাসনের বিশ্বজিৎ প্রামাণিক এবং বারাসাতের (Barasat) দীপক মণ্ডলকে ভাড়া করেন খুন করার জন্য।

তদন্তে জানা গেছে, ঘটনার দু’দিন আগেই ভাড়াটে খুনিরা বিশার বাড়িতে এসে রেইকি করে যায়। দিন দুয়েক পরে পরিকল্পনা মতো হামলা চালায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিযুক্তরা কাটারি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যাচ্ছে। একটু হেঁটে এগিয়ে স্কুটি নিয়ে স্টেশনের দিকে চম্পট দেয়।

ঘটনার পরই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটে যে অভিযুক্তদের ফোনে কথা বলতে দেখা যায়।সংগ্রহ করা হয় আশেপাশের সিসিটিভি ফুটেজ। সেই সময়ের মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে তারা কোন এলাকায় আত্মগোপন করে রয়েছে। যদিও ফোন বন্ধ ছিল, তবু প্রযুক্তির সাহায্যে এলাকা শনাক্ত করে অভিযান চালায় পুলিশ। শেষমেশ পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সফল হয়। ধৃতদের আগামীকাল শ্রীরামপুর আদালতে পেশ করা হবে। ঘটনার বিষয়ে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, ‘‘এই খুনের পেছনে জমি সংক্রান্ত বিবাদ রয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। এখনও পর্যন্ত এর সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক পাওয়া যায়নি। পূর্বপরিকল্পিতভাবে সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার পিছনে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’

Related articles

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...

কলকাতার হোটেল থেকে BSF জওয়ানের দেহ উদ্ধারে চাঞ্চল্য!

দুদিন ধরে হোটেলের রুম থেকে বেরোতে দেখা যায়নি তাঁকে। অবশেষে বেরোলো মৃতদেহ। কলকাতার ভিআইপি রোডের (VIP road) একটি...
Exit mobile version