Sunday, August 24, 2025

তিন দশকের ক্যারিয়ারে প্রথম জাতীয় পুরস্কার, রাজকীয় কামব্যাকের স্বীকৃতিতে আবেগাপ্লুত শাহরুখ 

Date:

‘বাজিগর’ হেরে যেতে পারেন না, রূপকথার নায়ক হয়ে বারবার তিনি ফিরে ফিরে আসেন। বুঝিয়ে দিয়ে যান, ‘পিকচার আভি বাকি হ্যায়’। তাইতো ৭১-তম জাতীয় পুরস্কার (National Award) ঘোষণা হতেই শাহরুখ খানের (Shahrukh Khan) ফ্যানেদের মুখে হাসি চোখে জল। ভালো লাগা সব অনুভূতিরা জড়ো হয়ে একটাই কথা বলছে, যাক অবশেষে অপ্রাপ্তির ঝুলি আর বয়ে বেড়াতে হবে না ভারতীয় বিনোদনের ‘জওয়ান’ (Jawan) খানকে। প্রায় তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় বিনোদন জগতের ‘রোমান্টিক আইকন’ হয়ে সব বয়সীদের প্রেমের পাঠ শেখানো শাহরুখের প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে যতটা উচ্ছ্বসিত অনুরাগীরা, ততটাই আবেগাপ্লুত স্বয়ং কিং খান। সোশ্যাল মিডিয়ার (Social media) পাতাজুড়ে যখন অভিনন্দন বার্তার ঢল, তখন চিকিৎসাধীন অবস্থায় হাতে আর কোমরে সাপোর্ট বেল্ট পরে একটি ভিডিও বার্তায় ধরা দিলেন SRK। সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতীয় পুরস্কার এমন একটা প্রাপ্তি, যা নিয়ে আমি সারা জীবন গর্ব করব।” পাশাপাশি পুরস্কার কমিটিকেও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

শাহরুখ খান (SRK) মানেই প্রেমের এমন এক অধ্যায় যা সব প্রজন্মকে নতুন করে ভালবাসতে শেখায়। কিন্তু হিরোদের গল্পগুলো সব সময় যে পিকচার পার্ফেক্ট হয় তা বোধহয় নয়। তাইতো তাঁকে বারবার ‘জিরো’ (Zero) থেকে লড়াই শুরু করতে হয়। আজ থেকে প্রায় বছর কুড়ি আগে আশুতোষ গোয়ারিকরের ‘স্বদেশ’ (Swadesh) সিনেমার জন্যই জাতীয় পুরস্কার পেতে পারতেন শাহরুখ। কিন্তু তিনি যে বড়পর্দার রাজ আরিয়ান মালহোত্রা, যাঁর ‘মহব্বতে’র ছোঁয়া বদলে দিতে পারে সব রাজনীতি বা অরাজনৈতিক গুরুকুলের ভাবনাচিন্তা। বিনোদন জগতের ‘রাহুল’ জানেন, “বড়ে বড়ে দেশো ম্যায় অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়”। তাই কাজের প্রতি ডেডিকেশন আর অনুরাগীদের ভালবাসায় বারবার নিজেকে বুঝিয়েছেন হেরে গিয়ে জিতে যাওয়ার আসল মন্ত্র। শারীরিক যন্ত্রণা আর ফ্লপের আঘাত সামলে মুখ বুজে পরিশ্রম করে গেছেন। ২০২৩ সালে সিংহাসনে প্রত্যাবর্তন হতেই বুঝিয়ে দিলেন কেন তিনি বলিউডের শেষ সুপারস্টার।

শাহরুখ মানেই বরাবর পরিবারপ্রেমী মানুষ। এত বড় স্বীকৃতির পর তাই নিজের স্ত্রী গৌরী ও সন্তানদের কথা উল্লেখ করেছেন ভিডিও বার্তায়। বলিউড বাদশা তাঁদের প্রশংসা করে বলেন, “শেষ চার বছরে ওরা আমায় অনেক ভালবাসা দিয়েছে, যেন আমি-ই বাড়ির সবচেয়ে ছোট। সিনেমার টানে ওদের থেকে দূরে থাকি, তাও সব সময় ওরা আমায় সাহস জুগিয়েছে।” অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘জওয়ান’ অভিনেতার মন্তব্য, “এই পুরস্কার আপনাদের জন্যে। প্রতিটা সম্মান আপনাদের ভালবাসার ফসল। এখন হাতখুলে ভালবাসা দিতে পারছি না। তবে চিন্তা নেই… পপকর্ন তৈরি রাখুন, আমি থিয়েটারে ফিরছি। ততক্ষণ পর্যন্ত… একটা হাতেই।” শুটিং করতে গিয়ে চোট লাগার ফলে দুই হাত প্রসারিত করে সিগনেচার স্টাইলে প্রেমের আবাহন করতে পারলেন না বটে, কিন্তু তার প্রতি কথায় ঝরে পড়ল আবেগ। বুঝিয়ে দিলেন এই স্বীকৃতি আরও অনেক বড় দায়িত্ব দিয়েছে তাঁকে। আসলে স্টার বা সুপারস্টার হয়তো অনেকেই হতে পারেন, কিন্তু কিং (KING) একজনই হন, আর তিনি জাতীয় পুরস্কার জয়ী শাহরুখ খান (Shahrukh Khan)।

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version