Monday, August 25, 2025

হলদিয়া জোড়া খুন মামলায় দোষী সাব্যস্ত ৪, যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা তমলুক আদালতের

Date:

Share post:

পাঁচ বছর আগের ভয়াবহ হলদিয়া জোড়া খুনের ঘটনার মামলায় অবশেষে রায় দিল তমলুক আদালত। মা রমা দে ও মেয়ে রিয়া ওরফে জেসিকাকে শ্বাসরোধ করে খুন এবং দেহ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে অভিযুক্ত চার জনকে শনিবার দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

মামলার সরকারি আইনজীবী স্বপনকুমার পাঠক জানান, “৪৫ জন সাক্ষীর বয়ান ও দীর্ঘ শুনানির ভিত্তিতে চার অভিযুক্ত— সাদ্দাম হোসেন, মঞ্জুর আলম মল্লিক, শুকদেব দাস ওরফে শিবু, এবং আমিনুর হোসেন ওরফে সিন্টুকে ৩০২ এবং ২০১ ধারায় দোষী প্রমাণ করা হয়েছে।”

ঘটনাটি ঘটে ২০২০ সালের ১৮-১৯ ফেব্রুয়ারি। পূর্ব মেদিনীপুরের ঝিকুড়খালি এলাকায় একটি ইটভাটায় দুই মহিলার দেহ পোড়ানোর চেষ্টা করতে দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারা। খবর যায় পুলিশের কাছে। তদন্তে উঠে আসে, একসঙ্গে মা ও মেয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েছিলেন মূল অভিযুক্ত সাদ্দাম হোসেন। পরে রিয়াকে বিয়ে করলেও দু’জনের সম্পর্ক থেকে মুক্তি পেতে ওই নারকীয় হত্যাকাণ্ডের ছক কষে সাদ্দাম।

পুলিশি তদন্তে উঠে আসে, খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দু’জনকেই শ্বাসরোধে খুন করা হয়। এরপর দেহ দু’টি পোড়ানোর চেষ্টা হয় ইটভাটায়।

তমলুক আদালত শনিবার রায় জানায়— ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাস সশ্রম কারাদণ্ড। ২০১ ধারায় ৫ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস জেল। তবে সাজা একসঙ্গে চলবে।

আসামিদের আইনজীবী সুব্রতকুমার মাইতি জানিয়েছেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট নই। প্রমাণ যথেষ্ট নয় বলে মনে হচ্ছে। আমরা উচ্চ আদালতে আপিল করব।” এই রায় রাজ্যের বহুল চর্চিত এক খুনের মামলার বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করছে প্রশাসন।

আরও পড়ুন – মহারাষ্ট্রে আটক বিষ্ণুপুরের শ্রমিক! খবর পেয়েই উদ্ধারে টিম পাঠালেন অভিষেক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...