৩০ জুলাই রাশিয়ায় ৮.৮ আট মাত্রার তীব্র ভূমিকম্পের পর গত আটচল্লিশ ঘণ্টায় সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে প্রায় ১২০টি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানা গেছে। এরপরই জেগে উঠেছে আগ্নেয়গিরি। স্থানীয় ভূকম্পন ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত বুধবার রাত থেকে ইউরেশিয়ার সর্বোচ্চ এবং সর্বাধিক সক্রিয় ক্লিউচেভস্কায়া আগ্নেয়গিরি (The Klyuchevskaya volcano) থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। উপগ্রহ চিত্রে লাভা প্রবাহের ইঙ্গিত মেলার পাশাপাশি ভূতাত্ত্বিকরা বিস্ফোরক অগ্ন্যুৎপাতের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন।
রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয়ের আঞ্চলিক বিভাগের তরফে শুক্রবার জানানো হয়েছে ভয়াবহ ভূমিকম্পের পর থেকে এখনও পর্যন্ত ৩.৫ থেকে ৬.৭ মাত্রার প্রায় ১২০টি আফটারশক হয়েছে। যদিও তাকে বড়সড়ো কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ইতিমধ্যেই কামচাটকায় উচ্চ সতর্কতা জারি করার পাশাপাশি পার্শ্ববর্তী সাখালিন অঞ্চলের সেভেরো-কুরিলস্কি জেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে আগ্নেয়গিরি জেগে ওঠার খবরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ক্লিউচেভস্কায়া সোপকার অগ্ন্যুৎপাত (eruption of Klyuchevskaya Sopka) খুব একটা বড় বিপদ ডেকে আনবে না বলেই মনে করা হচ্ছে। যদিও পর্যটকদের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–