Thursday, December 25, 2025

দেব-শুভশ্রীর চোখে জল

Date:

Share post:

 

অভিজিৎ ঘোষ

দেখা হতে পারে ভেবে কতটা ব্যাকুল / সব কিছু মনে পড়ে যায়…

নজরুল মঞ্চে দেখা হবে। আগে কি দেখা হয়নি? হয়েছে তো। কিন্তু সে তো দেখা-না দেখা! হঠাৎ ‘ধূমকেতু’র আবির্ভাব। একটা বাক্সবন্দি চলচ্চিত্র প্রায় দশ বছর পর মুক্তির অপেক্ষায় ছটফট করছে। আর তাকে ঘিরে বাণিজ্য করার এতটুকু সুযোগ না ছেড়ে প্রযোজক রানা সরকার সিনেমাপ্রেমীদের আবেগ আর নস্টালজিক রোম্যান্টিসিজমকে আমের আঁটির আঁশ থেকে কাই ছাড়ানোর মতো কাঁচিয়ে নিয়ে সরবতের গ্লাসে ভরছেন।

আসবে তো! দেখা হবে? দেখা হলে কী বলবে? চোখে জল, মুখে হাসি? নাকি পেশাদার চাহনি? জল্পনা, জল্পনা আর জল্পনা।

জল্পনা তো হবেই। নায়ক দেব। নায়িকা শুভশ্রী। ছিল জম্পেশ প্রেম। আসল প্রেম। ২০১২ নাগাদ প্রেম চলে গেল গুটি গুটি পায়ে। কিন্তু পরিচালক কৌশিকের ডাকে সাড়া দিয়ে তার তিন বছর বাদে ক্যামেরায় ওরা দুজন স্বামী-স্ত্রী। ছবি শেষ হল, কিন্তু তা বন্দি রয়ে গেল নিউ জেনারেশন ম্যাকবুকের হার্ড ডিস্কের অন্তরালে। এবার তাকে টেনে বের করার খবরে চারিদিকে হইচই। পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো উত্তেজনা।

উত্তেজনা কেন? হবেই তো ২০১২ তে প্রেম ভাঙল। ২০১৫ তে ছবি তৈরি। তারপর জল বহুদূর গড়িয়েছে। শুভশ্রী সংসার করে মা হয়েছেন। আর দেব, বিয়ে অথচ না বিয়ে করে আছেন রুক্ষ্মীনির সঙ্গে। একজন অল্প ছুটি নিয়ে ফের অভিনয়ে। সঙ্গে সংসার। অন্যজন অভিনেতা থেকে প্রযোজকও। এতদিন কেউ কাউকে নিয়ে টুঁ শব্দটি করেননি। কিন্তু ছবির ট্রেলার লঞ্চ ঘিরে সোশ্যাল মিডয়ায় দেবের ‘রেডি’তে সাড়া দিয়ে শুভশ্রী ‘রেডি’ বলতেই ‘খ্যাপা’ সিনেমাপ্রেমীদের বুকে তাদ্রিম বোল।

তাদ্রিম বোল বেজেছে, কেন? প্রাক্তন প্রেমিক-প্রেমিকা চোখের সামনে জুটি বেঁধে স্বামী-স্ত্রী। রাঙা চেলি পরে বিয়ে। সেই বিয়ের দৃশ্য শুটের শেষ শটটা দিয়েই নাকি শুভশ্রী ছুটে ভ্যানিটি ভ্যানে বসে কেঁদেছিলেন। তাই? দেব আবার এতদিনকার (!) কথা, ঠিক ঠাওর করতে পারেন না। ঠিক যেন রবি ঠাকুরের কবিতা… আমাদের গেছে যে দিন/একেবারেই কি গেছে/ কিছুই কি নেই বাকি! দেব উত্তর দিয়েছিলেন, শুনতে পায়নি কেউ…রাতের সব তারাই আছে/দিনের আলোর গভীরে।

গভীরে যাও, আরও গভীরে যাও। কৌশিক গঙ্গোপাধ্যায় তাঁর স্বভাবের মতোই সম্পর্কের গভীরে ঢুকেছেন। বৃদ্ধ দেব। বহু বছর পর নিজের বাড়িতে ফিরে এসেছে। অথচ নিজের মধ্যে আত্মগোপন। আর শুভশ্রী তাঁর স্বামীকে চিনতেই পারে না। দেবের চোখে কেবল পুরনো স্মৃতির ঝলক। কখনও বিয়ের স্মৃতি, কখনও আবার একসঙ্গে কাটানো সেই সব মুহূর্ত। আর সেই নস্টালজিয়া উস্কে দিয়েছে এই গান… সব কিছু মনে পড়ে যায়। নজরুলমঞ্চে ট্রেলার লঞ্চের সঙ্গে এ গানেরও মুক্তি। ব্যাক গ্রাউন্ডে যখন তা বাজবে, দেব-শুভশ্রী প্রকাশ্যে হাসবেন। আসলে ভিতরে তখন ফল্গুধারা।

spot_img

Related articles

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...