Wednesday, December 24, 2025

লড়াই শেষ, মৃত্যুর কাছে হার মানল ওড়িশার অগ্নিদগ্ধ নাবালিকা

Date:

Share post:

বিজেপি শাসিত ওড়িশার পুরীতে (Puri) পনেরো বছর বয়সী নাবালিকার গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল দুষ্কৃতীরা। প্রথমে ভুবনেশ্বর, পরে ২০ জুলাই দিল্লি এইমসে (AIIMS) নিয়ে যাওয়া হয় কিশোরীকে। তেরো দিন পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর পরাজিত হল নাবালিকা। অগ্নিদগ্ধ ছাত্রীর শনিবার রাতে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিজেপি শাসিত রাজ্যে আরও একবার নারী নিরাপত্তাহীনতার ছবিটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেলেন নির্যাতিতা। নাবালিকার মৃত্যুতে (Odisha 15 Year Old minor girl Death) শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি (Odisha Chief Minister Mohan Charan Majhi)। আর কতজন মহিলা হেনস্থার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে ঘুম ভাঙবে বিজেপি মুখ্যমন্ত্রীর? প্রশ্ন বিরোধীদের।

গত ১৯ জুলাই বন্ধুর বাড়িতে যাওয়ার সময় তিন দুষ্কৃতী বাইকে করে এসে ওই নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে গায়ে কেরোসিন জেলে আগুন লাগিয়ে দেয়। জ্বলন্ত অবস্থায় রাস্তা দিয়ে ছুটতে থাকে মেয়েটি। প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন, মুখে-গলায় বাঁধা কাপড়, হাত বাঁধা অবস্থায় রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল অগ্নিদগ্ধ ছাত্রী। দুষ্কৃতীরা ততক্ষণে চম্পট দিয়েছে। প্রথম স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে পরে এইমস ভুবনেশ্বরে স্থানান্তরিত করা হয় তাঁকে। অবস্থার অবনতিতে সেখান থেকে এয়ারলিফ্ট করে পাঠানো হয় দিল্লির এইমসে (Delhi AIIMS)। শরীরের ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়। গত কয়েকদিন ধরে একটানা শারীরিক অবস্থার অবনতির পর শনিবার শেষ হল সব লড়াই। এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে নিন্দায় সরব হয়েছে সব মহল। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা যেখানে ডবল ইঞ্জিন সরকার সেখানেই প্রশ্নের মুখে নারী সুরক্ষা। খবরের কাগজের হেডলাইন মহিলাদের যৌন হয়রানি। অথচ সংসদে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে নারী ক্ষমতায়ন নিয়ে বড় বড় বুলি। বারবার একটাই প্রশ্ন, ২০২৫ সালে দাঁড়িয়েও আর কত নারী নির্যাতনের ঘটনা ঘটবে? প্রশ্নের উত্তর নেই পদ্ম নেতাদের কাছে। তাই এখনও পর্যন্ত ওড়িশার এই ঘটনায় কোন গ্রেফতারিও নেই। বিজেপি রাজ্যের পুলিশ প্রশাসন চারবার নির্যাতিতার বয়ান রেকর্ড করেছিল বটে কিন্তু আজ পর্যন্ত একজন দুষ্কৃতীকেও ধরা গেল না। উপরন্ত রবিবার ওড়িশা পুলিশ (Odisha Police) এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালো, এই ঘটনায় নাকি কোন দুষ্কৃতী যোগী তারা পাননি!

সম্প্রতি ওড়িশার বালেশ্বরে এক কলেজ ছাত্রীকে যৌন ব্যবস্থা করার অভিযোগ ওঠে অধ্যাপকের বিরুদ্ধে। কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ায় প্রতিবাদে তিনি নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তার দিনকয়েক আগে গোপালপুরে গণধর্ষণের শিকার হন এক কলেজ ছাত্রী। যেখানে বিজেপি সেখানেই নারী নিরাপত্তা তলানিতে – এটাই মোদি শাসনকালে দেশের এই মুহূর্তের ছবি, যা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল পুরীর ছাত্রী।

 

spot_img

Related articles

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...

ক্রিসমাস ইভে পর্তুগিজ চার্চে সকলের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা মুখ্যমন্ত্রীর

ধর্ম যার যার, উৎসব সবার- এই মতাদর্শে বিশ্বাসী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যতটা শ্রদ্ধা ও গুরুত্বের...

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...