Monday, August 11, 2025

‘মিসেস চ্যাটার্জি’ অবতারে জাতীয় পুরস্কার পেতেই সিদ্ধিবিনায়ক মন্দিরে মুখোপাধ্যায় বাড়ির কন্যা

Date:

Share post:

দেখতে দেখতে পেরিয়েছে তিরিশটা বছর। ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কলেজ গার্ল এখন মধ্যবয়সের সংসারী মহিলা। বিয়ের আগে হোক বা পরে স্টারডম যেন জুড়েই রয়েছে রানি মুখোপাধ্যায়ের (Rani Mukerji) নামের সঙ্গে। আর এবার বঙ্গতনয়ার সঙ্গে জুড়ে গেল জাতীয় পুরস্কার জয়ীর (National Award Winner) তকমাও। খুশির খবর আসতেই ঈশ্বরের দরবারে হাজির আদিত্য ঘরণী। হালকা নীল রঙের সালোয়ার স্যুট আর লাল রঙের শাল জড়িয়ে কপালে মঙ্গল তিলক এঁকে সিদ্ধিবিনায়ক মন্দিরে (Siddhivinayak Temple) পুজো দিলেন রানি। মন্দিরের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রীর ছবি শেয়ার করা হয়েছে।

চড়ছে উন্মাদনার পারদ, একমঞ্চে একসঙ্গে ধরা দেবেন তো দেব-শুভশ্রী!

গত শুক্রবার ৭১ তম জাতীয় পুরস্কার (71st National Award) ঘোষণা হতেই চোপড়া পরিবারের বৌমার মুখে চওড়া হাসি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর মুকুট রানির মাথায়। খবর পাওয়া মাত্রই সব মা’দের এই পুরস্কার উৎসর্গ করেছিলেন অভিনেত্রী। বাস্তব কাহিনী অবলম্বনে সিনেমার পর্দায় দীর্ঘ লড়াইয়ের পর নিজের সন্তানদের কাছে পেতে সাগরিকা ভট্টাচার্যের (বর্তমানে সাগরিকা চক্রবর্তী) চরিত্রে দেবিকার লড়াই এবার স্বীকৃত জাতীয় স্তরে। তবে পুরস্কার পেতে কি একটু বেশি সময় লেগে গেল না?

সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘ব্ল্যাক’ (Black) সিনেমায় যখন নিজের অসামান্য অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছিলেন বাঙালি কন্যা, অনুরাগীরা তখনই প্রিয় নায়িকার জাতীয় পুরস্কারপ্রাপ্তির আশা করেছিলেন। কিন্তু তা হয়নি। তাতে অবশ্য অভিনেত্রীর ক্যারিয়ারে যে খুব বড় ক্ষতি হয়ে গেছে এমনটা নয় বরং তিনি নিজের বর্তমান লাইফস্টাইল নিয়ে যথেষ্ট খুশি। একটা সময় চুটিয়ে সিনেমা করেছেন, তারপর সংসারে মন দিয়েছেন। সন্তান বড় করার পাশাপাশি ফের ভালো চিত্রনাট্য বেছে কাজ করেছেন। অসীমা ছিব্বার পরিচালনায় ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ অন্যরকমের রানি মুখোপাধ্যায়কে (Rani Mukerji) তুলে ধরে দর্শকদের কাছে। বিধাতা বোধহয় এই সিনেমার জন্যই অপেক্ষা করছিলেন। একজন অভিনেত্রী যিনি বাস্তবে মাও বটে, তাঁর সন্তানদের প্রতি ভালবাসা আর মাতৃত্বের জোরে গোটা পৃথিবীর সঙ্গে লড়াই করার মানসিকতাই তো এক মহিলাকে পুরুষতান্ত্রিক সমাজেও দেবতার আসনে বসিয়ে রাখে। তাই সেরকম চরিত্র যে জাতীয় পুরস্কারের মতো সম্মান এনে দিয়েছে তাতে অত্যন্ত খুশি রানি। তিনি বলেন, “৩০ বছরের কেরিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। একজন অভিনেত্রী হিসাবে এটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য এরকম কিছু ভালো কাজ করতে পেরেছি। এবং সেই কাজের জন্য ভালোবাসা পেয়েছি। এই স্বীকৃতি আমার কাছে শুধু জাতীয় পুরস্কারই নয়। আরও অনেক কিছু। জাতীয় পুরস্কার আমি বিশ্বের প্রত্যেক মাকে উৎসর্গ করলাম। মায়ের নিঃশর্ত ভালোবাসার ঊর্ধ্বে এই বিশ্বে আর কিছু হয় না।” সিদ্ধিবিনায়ক মন্দিরে হাসিমুখে হাতজোড় করে বঙ্গতনয়ার ঈশ্বর শরণের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

spot_img

Related articles

দিল্লিতে কাঁপাবে বিরোধী জোট: বৈঠকে ডাকল নির্বাচন কমিশন

একের পর এক ষড়যন্ত্রের মুখোশ খুলে দিয়েছে বিরোধীরা। মুখ পড়েছে সুপ্রিম কোর্টেও। সেই পরিস্থিতিতে সোমবার ইন্ডিয়া (INDIA) জোটের...

ঘোষণা ছাড়াই বন্ধ মেট্রো! ভোর থেকে ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের প্রথম দিন মেট্রো বিভ্রাট যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকালেও সেই একই রকম ভোগান্তিতে মেট্রোর নিত্যযাত্রীরা। কোনওরকম...

রাজনৈতিক ব্যর্থতাতেই কুকথার আশ্রয়! শুভেন্দুকে কটাক্ষ কুণালের 

রাজনৈতিক ব্যর্থতা ও হতাশা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুকথার আশ্রয় নিচ্ছেন—এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

তৃণমূলের নেতৃত্বে সোমে কমিশন ঘেরাও অভিযান বিরোধীদের 

জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে আগামিকাল অর্থাৎ সোমবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও অভিযানের ডাক তৃণমূল-সহ বিরোধী...