Thursday, August 21, 2025

উদ্যোগী মুখ্যমন্ত্রী, কৃষকের আয় বাড়াতে রাজ্যে ১০টি ফসলভিত্তিক হাব 

Date:

কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের কৃষি বিপণন দফতর রাজ্য জুড়ে গড়ে তুলতে চলেছে ১০টি ‘কমোডিটি স্পেসিফিক হাব’ বা ফসলভিত্তিক হাব। এই হাবগুলির মাধ্যমে কৃষকদের ফসল সংগ্রহ-পরবর্তী পরিকাঠামো উন্নত করে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কৃষি বিপণন দফতরকে নির্দেশ দিয়েছেন, রাজ্যের বিভিন্ন কৃষক বাজার ও মার্কেট ইয়ার্ডগুলিতে যে সমস্ত জমি বর্তমানে অব্যবহৃত রয়েছে, সেগুলিকে দ্রুত কাজে লাগিয়ে এই হাবগুলি স্থাপন করতে হবে। লক্ষ্য স্থির হয়েছে, ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই এই প্রকল্প সম্পূর্ণ রূপে চালু করতে হবে।

প্রতিটি হাবে থাকবে ফসল সংগ্রহ, ছাঁটাই, গ্রেডিং, ধোয়া, প্যাকিং, সংরক্ষণ এবং পরিবহণের মতো অত্যাধুনিক পরিকাঠামো। এর ফলে কৃষকরা তাঁদের উৎপাদিত ফসল স্থানীয় পর্যায়েই প্রক্রিয়াকরণের সুযোগ পাবেন, এবং ভাল দামে বিক্রি করতে পারবেন। পাশাপাশি, ফসল পচে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেকটাই কমবে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের সুফল শুধু কৃষকরাই নন, ভোক্তারাও পাবেন। উন্নত গুণমানের ফসল তুলনামূলকভাবে কম দামে বাজারে পাওয়া যাবে। কৃষি বিপণন ব্যবস্থার এই উন্নয়নের ফলে রাজ্যের কৃষি অর্থনীতি আরও মজবুত হবে বলেই মনে করছেন কৃষি বিশেষজ্ঞরা।

আরও পড়ুন – উইম্বলডন জিতেই ছোটবেলার স্কুলে জ্যানিক সিনার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version