প্রথমবার উইম্বলডন (Wimbledon) চ্যাম্পিয়ন। যেকোনও টেনিস খেলোয়াড়েরই স্বপ্ন থাকে ঐতিহ্যের উইম্বলডনে চ্যাম্পিয়ন ট্রফিটা হাতে তোলা। সেটা অসাধ্যই এবার সাধন করেছেন জ্যানিক সিনার (Jannik Sinner)। এমন একটা সাফল্যের পর বেশিরভাগ তারকারাই যখন উচ্ছ্বাসের জোয়ারে গা ভাসান। সেই সময় ইতালির এই তরুণ টেনিস খেলোয়াড় সম্পূর্ণ বিপরীত মুখী। বন্ধু, বান্ধবীদের সঙ্গে নয়, বরং নিজের চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা ভাগ করে নিচ্ছেন ক্ষুদেদের সঙ্গেই। যে জায়গা থেকে তাঁর বেড়ে ওঠা, টাইরল মাউন্টেনের একেবারে প্রত্যন্ত জায়গায় সেই প্রাথমিক স্কুলেই নিজের উইম্বলডনের প্রাইজ মানি ৪৫ মিলিয়ন ইউরো দান করলেন জ্যানিক সিনার (Jannik Sinner)।
এবারের উইম্বলডলে সকলকে চমকে দিয়েছিলেন এই ইতালিয়ান টেনিস খেলোয়াড়। সকলকে চমকে দিয়ে প্রথমবার উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এরপরই জ্যানিক সিনারকে নিয়ে সকলের মধ্যে চর্চা বেড়েছে। কিন্তু সিনারের (Jannik Sinner) সেলব্রেশনের পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আগামী দিনে প্রত্যন্ত এলাকার শিশুদের গড়ে তোলার জন্য যাতে বিদ্যালয়ের পরিকাঠামো আরও ভালো হয় সেদিকেই নজর এই তরুণ খেলোয়াড়ের। নিজের ছোটবেলার স্কুলকেই আরও উন্নত করে তোলার জন্য এমন বিরাট উদ্যোগ নিয়েছেন তিনি। আগামী দিনে ক্ষুদেদের যাতে টেনিসের প্রতি আরও আগ্রহ বাড়ে সেদিকেই নজর তাঁর।
জ্যানিক সিনার খুব আবেগতাড়িত বার্তাও দিয়েছেন। তিনি জানিয়েছেন, “এই জায়গা থেকেই সাফল্যের পথে যাত্রাটা শুরু হয়েছিল”।
টেনিসের মঞ্চে নিজের স্কীল দেখিয়ে সকলের নজর কেড়েছেন জ্যাক সিনার। বিশেষ করে তাঁর ব্যাকহ্যান্ড শট যেন সকলকে মুগ্ধ করেছে। সিনারের এই মানবিক দিক নিয়েই এখন সকলে উচ্ছ্বসিত।
–
–
–
–
–
–
–
–
–
–
–