এ যেন সত্যিই এক অবিশ্বাস্য কামব্যাক। ২-১ ফলে পিছিয়ে থেকেও ওভালে ভারতের বিরাট কামব্যাক। আর সেখানেই ভারতের নায়ক মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ঘুরে দাঁড়ানোর মন্ত্রটা যে গিলের টিম ইন্ডিয়াও ভালোভাবেই জানে তারও একট পরিচয় পাওয়া গেল। আর সেই কামব্যাকের লড়াইকেই কুর্নিশ জানিয়ে ফুল মার্কস দিলেন বিশ্ব ক্রিকেটের মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। ভারতের এই লড়াইকে ১০-এর মধ্যে একেবারে ১০ নম্বর দিলেন সচিন।
রবিবার চতুর্থ দিন শেষ হওয়ার পর অনেকেই কার্যত সিরিজের ফলাফল নিশ্চিত করে দিয়েছিল। আর তার বেশিরভাগটাই ছিল ভারতীয় দলের বিরুদ্ধে। হবে নাই বা কেন ক্রিজে ছিলেন ইংল্যান্ডের দুই তারকা ব্যাটার। সেইসঙ্গে রানও বাকি ছিল মাত্র ৩৫। এছাড়াও হাতে ছিল চার উইকেট। সেখানেই সরাজ (Mohammed Siraj) এবং প্রসিধ কৃষ্ণার (Prasidh Krishna) একটা হার না মানা লড়াই। তাতেই শেষ ইংল্যান্ড ব্রিগেড। ৬ রানে ম্যাচ জিতে নিয়েছে ভারতীয় দল। এরপরই ভারতকে শুভেচ্ছা জানিয়ে টুইট সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)।
Test cricket… absolute goosebumps.
Series 2–2, Performance 10/10!SUPERMEN from INDIA! What a Win. 💙🇮🇳🏏 pic.twitter.com/ORm1EVcbRH
— Sachin Tendulkar (@sachin_rt) August 4, 2025
সচিন লিখেছেন, “টেস্ট ক্রিকেটের একেবারে চূড়ান্ত পর্যায়ের শিহরন জাগায়। সিরিজের ফলাফল ২-২। পারফরম্যান্স ১০/১০। সত্যিই অসাধারণ একটা পারফরম্যান্স। কী অসাধারণ জয়”।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে একেবারে হারের মুখ থেকে ম্যাচ ড্র। এরপরই পঞ্চম টেস্টে হার না মানা লড়াইয়ে ম্যাচ জয় ভারতের। তাতেই আপ্লুত সকলে।