Friday, December 26, 2025

রাজ্যের প্রকল্পে বাড়তি গুরুত্ব, প্রথমদিনের জেলাওয়ারি বৈঠকে একজোটে লড়াইয়ের বার্তা অভিষেকের

Date:

Share post:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার থেকে জেলাওয়ারি সাংগঠনিক বৈঠক শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Benerjee)। এদিন, তাঁর ক্যামাক স্ট্রিটের দফতরে প্রথমে কোচবিহার ও পরে আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দুই জেলার তৃণমূল (TMC) নেতৃত্বকে একাধিক নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সি।

রাজ্য সরকারের নয়া কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বাড়তি গুরুত্ব ও নজর দেওয়ার কথা বলেছেন অভিষেক (Abhishek Benerjee)। এছাড়াও রাজ্য সরকারের সব উন্নয়নমূলক প্রকল্পগুলির সুফল যাতে দুই জেলার প্রতিটি মানুষ পান সেদিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। এদিনের বৈঠকে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রতিটি বিধানসভা ধরে আলোচনা হয়। বেশকিছু নির্দেশ দিয়েছেন সুব্রত বক্সিও। কোচবিহার জেলায় প্রায় তিন হাজারের বেশি ক্যাম্প হওয়ার কথা রয়েছে। প্রতিটি শিবির যাতে ভালভাবে হয় সেদিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বাংলা ভাষা ও বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে সে-বিষয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দল যেভাবে প্রতিবাদ আন্দোলন শুরু করেছে তা যথাযথভাবে জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে দুই জেলা নেতৃত্বকে।

এদিনের বৈঠকে দুই জেলার ব্লক সভাপতি পরিবর্তন-পরিমার্জন নিয়েও আলোচনা হয়েছে। দুই জেলার তরফেই তালিকা জমা দেওয়া হয়েছে। এছাড়াও জেলায় সার্ভে করে তুলে আনা একটি আলাদা তালিকা নিয়েও আলোচনা হয়। পারফরম্যান্স-সহ সবদিক বিচার করেই ব্লক সভাপতি পরিবর্তন বা পরিমার্জন করা হবে। বৈঠক শেষে আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের তরফে বিধানসভাওয়ারি গুরুত্বপূর্ণ কাজ যা করার দরকার তার একটি তালিকা তুলে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সর্বোপরি দুই জেলাতেই নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে কাজের নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিস্তারিত আলোচনা হয়েছে জেলার শাখা সংগঠনগুলি নিয়েও। এছাড়াও যেভাবে এই দুই জেলায় এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে সেদিকেও নজর রাখা ও প্রতিবাদ জারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিন কোচবিহার জেলার তরফে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, শ্রমিক সংগঠনের জেলা সভাপতি রাজেন্দ্রকুমার বৈদ, মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। আলিপুরদুয়ার জেলার তরফে ছিলেন প্রকাশচিক বড়াইক, সুমন কাঞ্জিলাল, গঙ্গাপ্রসাদ শর্মা, জয়প্রকাশ টপ্পো, বিনোদ মিঞ্জ, সমীর ঘোষ ও চিত্রা নার্জিনারি।
আরও খবরছাব্বিশের ভোটের আগে আরও বড় দায়িত্ব, সুদীপের বদলে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক

spot_img

Related articles

তারেক কাস্ত্রো-চে-ম্যান্ডেলা-মার্টিন লুথার নন: প্রথম বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন তসলিমা

মার্টিন লুথার কিং-এর বৈপ্লিবিক স্টাইলে প্রথম বক্তৃতা দিয়ে তার লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন খালেদা জিয়ার পুত্র তথা বিএনপি-র...

শুনানি পর্ব শুরুর আগে রাজ্যে ৩ নাগরিক মৃত্যু: কাজের চাপে ১ BLO-র মৃত্যুর অভিযোগ

নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া শুরু করার পর থেকেই রাজ্যের মানুষের মধ্যে আতঙ্ক জারি। শুক্রবার পর্যন্ত বিভিন্নভাবে ভোটার থেকে...

অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে ২৯০০ সংখ্যালঘু-হামলার ঘটনা: তোপ দাগল ভারত

নির্বাচন আসন্ন। তার মধ্যেই খুন নির্বাচনের প্রার্থী তথা বাংলাদেশের জনপ্রিয় নেতা ওসমান হাদি। খোদ হাদির পরিবার এর পরে...

কমিশনের শুনানি শনি থেকে: শুধু আধারকে নথি মানছে না EC

সুপ্রিম কোর্টের চাপে আধারকার্ডকে দলের অতিরিক্ত খেলোয়াড়ের মতো দলের তালিকায় নাম রেখেছে নির্বাচন কমিশন। তবে সেই অতিরিক্ত খেলোয়াড়কে...