২৮ অগাস্টই হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) পরীক্ষা। ছাত্রদের হাজার অনুরোধ উচ্চ শিক্ষা দফতরের আর্জির পরেও অনড় ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিনই বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা (Examination) ফেলায় তা বদলের আর্জি জানানো হয় TMCP-র তরফে। আবেদন করে উচ্চশিক্ষা দফতর নিজেদের অবস্থানে অনড় থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার সিন্ডিকেটের বিশেষ বৈঠক ডাকে। আর সেখানেই সিদ্ধান্ত হয় ২৮ অগাস্টে পরীক্ষা নির্ধারিত সূচি বহাল থাকবে।

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই দিন ছাত্রদের উদ্দেশ্যে ভাষণ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে তাঁর বার্তার জন্যে। এ বছর সেই দিনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা। এই পরীক্ষার দিন বদল করার আবেদন জানায় টিএমসিপি। কিন্তু উপাচার্য শান্তা দত্ত রাজি হননি। এরপর উচ্চশিক্ষা দফতরের থেকেও চিঠি দিয়ে তারিখ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়। চিঠিতে পরিষ্কার বলা হয়েছে, ছাত্রদের তরফ থেকে বহু আবেদন এসেছে, সেদিনই তাঁরা পরীক্ষা দিতে চান না। তাই দিন বদলে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু সে কথায় কর্ণপাত না করে বৈঠক ডাকেন উপাচার্য।

বৈঠকে উচ্চ-শিক্ষা দফতর পরীক্ষার দিন পরিবর্তনের জন্য আর্জি জানায়। মুখ্যমন্ত্রী দিন বদলের জন্য অনুরোধ করেছেন বলেও জানায় তারা। কিন্তু নিজের অবস্থান অনড় ভারপ্রাপ্ত উপাচার্য জানান, কোন রাজনৈতিক দলের কর্মসূচির জন্য পরীক্ষার দিন বদল হবে না।

বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শান্তা বলেন, “আজ সিন্ডিকেটে স্পেশাল সেক্রেটারি এসেছিলেন। তিনি এটা উল্লেখও করেছেন যে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। আর তাঁর অনুরোধ মানা উচিতও বলেন তাঁরা। তবে হাউস সর্বসম্মতিক্রমে ২৮ অগাস্টের পরীক্ষার তারিখ ওই জায়গাতেই রেখেছে। তিরিশ হাজার ছাত্রছাত্রী মানসিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাই কিছু ছাত্রের জন্য আমরা ব্যাপক ছাত্রদের এই জায়গায় নিয়ে যেতে পারি না। তাঁরা পরীক্ষা দেবে। আমরাও ঘোষিত তারিখ একই রেখেছি।”

আরও পড়ুন- অভিষেকের কাছে আদালতে জোর ধাক্কা শুভেন্দুর

_

_

_

_

_
_
_
_
_
_