বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দেখে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য সেন্ট্রাল ফোর্স তৃণমূল কর্মী মইদুল মুন্সির হাত ভেঙে দেয়। এরপরেই মইদুল মুন্সির বাড়িতে গেলেন নগরোন্নয়ন ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মইদুলের ও তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী।
এরপরেই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম বলেন, জয় বাংলা বলাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে মইদুলের হাত ভেঙে দিয়েছে। মইদুল একটি সাহসী ছেলে। আমরা জয় বাংলা, বাংলাতে কথা বলবই। তাতে মোদি আমাদের মারে মারুক, যোগী মারে মারুক, অমিত শাহ মারে মারুক। যত এরা মারবে বাংলার মানুষ তত বাংলায় কথা বলবে। আমাদের প্রাণ গেলেও জয় বাংলা বলা ছাড়ব না। জয় বাংলা আমরা বলবই। জয় বাংলা আগামী দিনে সারা ভারতবর্ষে জয়ধ্বনি হবে।
আরও পড়ুন – মূর্খ, ওটা বাংলা ভাষা: দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব সৃজিত
_
_
_
_
_
_
_
_
_
_
_
_