মিঠুনের বিরুদ্ধে বিচারককে গোপন জবানবন্দি প্রাক্তন সচিবের স্ত্রীর

Date:

Share post:

বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দিলেন তাঁরই প্রাক্তন সচিবের স্ত্রী। সোমবার শিয়ালদহ আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। পুলিশের সূত্র খবর, মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন তাঁরই প্রাক্তন সচিব ও তাঁর স্ত্রী। বিজেপি (BJP) নেতা ছাড়াও তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই দম্পতি।

আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে FIR দায়ের হয়েছে মিঠুনের বিরুদ্ধে। এফআইআর খারিজের আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মিঠুন। আদালত সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে চিৎপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। চলতি সপ্তাহে হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিঠুনের সঙ্গে ছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। প্রথম দফায় কাজের টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজের জন‌্য চাপ দেন মিঠুনরা। সুমনের দাবি, স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করে কাজও শেষ করেন তিনি। কিন্তু সেই কাজ সংক্রান্ত কোনও নথি তাঁর কাছে নেই। সুমন ও তাঁর স্ত্রীর অভিযোগ, ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা বাকি রয়েছে তাঁদের। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলেই হয়রানি করা হয় বলে অভিযোগ দম্পতির। এর পরই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মামলাতেই এদিন গোপন জবানবন্দি দেন সুমানের স্ত্রী।

আরও পড়ুন – প্রেসিডেন্সির স্নাতকোত্তরে প্রবেশিকা ২৪ অগাস্ট, দিন ঘোষণা বোর্ডের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

হিমালয়ের জলে তৈরি ভদকা: উৎসবের মরশুমে বাড়ছে চাহিদা

সোমরস থেকে মদিরা। ভারতের পৌরাণিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে সুরার কাহিনী। তবে বিদেশী সুরার চাপে বহু যুগ পথভ্রষ্ট দেশীয়...

দুর্গাপুজোয় কলকাতা পুলিশের ভূমিকা ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো

শুভদীপ চক্রবর্তী, অফিসার ইন চার্জ, হোমিসাইড স্কোয়ার্ড, গোয়েন্দা বিভাগ, লালবাজারদিদা যখন বেঁচে ছিল তখন দুর্গাপুজোর আগে থেকেই একটু...

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...