Saturday, November 15, 2025

প্রাতঃভ্রমণে বেরিয়ে হার ছিনতাই সাংসদের! দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্নে শাহের দফতর

Date:

Share post:

মহিলা সাংসদ আহত হলেন। ছিঁড়ে গেল চুরিদার। ছিনতাই হয়ে গেল তাঁর গলার সোনার চেন। আর গোটা ঘটনাটাই দিল্লির হাই সিকিউরিটি জোন চাণক্যপুরীতে (Chanakyapuri)। এর পরেও দেশের আর কোথাও কিভাবে সাধারণ মহিলারা নিজেদের নিরাপদ অনুভব করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সামান্য রাজধানীর হাই সিকিউরিটি জনে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাংসদ সুধা রামকৃষ্ণনের (Sudha Ramakrishnan) সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের (snatching) ঘটনা। সোমবার ভোর বেলায় এই ঘটনায় গভীর আতঙ্কিত সাংসদ চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

সাংসদ সুধা নিজের অভিযোগে জানান, সোমবার ভোট ৬.১৫-২০ টা নাগাদ প্রতিদিনের অভ্যাস মত দিল্লির তামিলনাড়ু হাউস (Tamil Nadu House) থেকে প্রাতঃভ্রমনে বেরোন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরেক সাংসদ রজথি। চাণক্যপুরীর পোল্যান্ড দূতাবাসের (Poland Embassy) সামনে হেলমেট পরা এক বাইক আরোহী তাঁর গলার হার ছিনতাই করে পালায়। ঘটনার আকস্মিকতায় এবং ছিনতাইয়ের সময় ঘাড়ে আঘাত পাওয়ায় তিনি হতভম্ব হয়ে সাহায্যের জন্য চিৎকার করেনl

সেখানেই তামিলনাড়ুর মায়িলাডুথোরাই কেন্দ্রের সাংসদ প্রশ্ন তোলেন, চাণক্যপুরী (Chanakyapuri) একটি এমন হাই সিকিউরিটি জোন (high security zone) যেখানে একে পর এক দূতাবাস এবং কড়া নিরাপত্তায় মোড়া প্রতিষ্ঠান রয়েছে। গোটা এলাকা সিসিটিভি নজরদারির অধীন। সেই এলাকাতেই যদি একজন মহিলা নিরাপদ ভাবে হাঁটতে না পারেন তবে গোটা দেশে কিভাবে মহিলারা নিরাপদ অনুভব করবেন? কি নিজেদের প্রাত্যহিক কাজকর্ম কী প্রাণ এবং মূল্যবান সামগ্রীর নিরাপত্তায় বন্ধ করে রাখতে হবে?

আরও পড়ুন: প্রয়াত শিবু সোরেন: শোক প্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, শোকবার্তা অভিষেকের; মুলতুবি রাজ্যসভা

জানা যায়, সোমবারের এই ছিনতাইয়ের ঘটনায় কাঁধে চোট পাওয়ার পাশাপাশি তিনি এমন একটি মূল্যবান সম্পদ হারিয়েছেন সাংসদ সুধা যা তাঁর চার পুরুষের সম্পত্তি। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় তিনি প্রবল আতঙ্কে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছে আবেদন জানিয়েছেন যেন যে কোনো মূল্যে তাঁর খোয়া যাওয়া সম্পত্তিটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...