মহিলা সাংসদ আহত হলেন। ছিঁড়ে গেল চুরিদার। ছিনতাই হয়ে গেল তাঁর গলার সোনার চেন। আর গোটা ঘটনাটাই দিল্লির হাই সিকিউরিটি জোন চাণক্যপুরীতে (Chanakyapuri)। এর পরেও দেশের আর কোথাও কিভাবে সাধারণ মহিলারা নিজেদের নিরাপদ অনুভব করবেন? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সামান্য রাজধানীর হাই সিকিউরিটি জনে নিরাপত্তা দেওয়ার ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সাংসদ সুধা রামকৃষ্ণনের (Sudha Ramakrishnan) সঙ্গে ঘটে যাওয়া ছিনতাইয়ের (snatching) ঘটনা। সোমবার ভোর বেলায় এই ঘটনায় গভীর আতঙ্কিত সাংসদ চিঠি লিখলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

সাংসদ সুধা নিজের অভিযোগে জানান, সোমবার ভোট ৬.১৫-২০ টা নাগাদ প্রতিদিনের অভ্যাস মত দিল্লির তামিলনাড়ু হাউস (Tamil Nadu House) থেকে প্রাতঃভ্রমনে বেরোন তিনি। তাঁর সঙ্গে ছিলেন আরেক সাংসদ রজথি। চাণক্যপুরীর পোল্যান্ড দূতাবাসের (Poland Embassy) সামনে হেলমেট পরা এক বাইক আরোহী তাঁর গলার হার ছিনতাই করে পালায়। ঘটনার আকস্মিকতায় এবং ছিনতাইয়ের সময় ঘাড়ে আঘাত পাওয়ায় তিনি হতভম্ব হয়ে সাহায্যের জন্য চিৎকার করেনl

সেখানেই তামিলনাড়ুর মায়িলাডুথোরাই কেন্দ্রের সাংসদ প্রশ্ন তোলেন, চাণক্যপুরী (Chanakyapuri) একটি এমন হাই সিকিউরিটি জোন (high security zone) যেখানে একে পর এক দূতাবাস এবং কড়া নিরাপত্তায় মোড়া প্রতিষ্ঠান রয়েছে। গোটা এলাকা সিসিটিভি নজরদারির অধীন। সেই এলাকাতেই যদি একজন মহিলা নিরাপদ ভাবে হাঁটতে না পারেন তবে গোটা দেশে কিভাবে মহিলারা নিরাপদ অনুভব করবেন? কি নিজেদের প্রাত্যহিক কাজকর্ম কী প্রাণ এবং মূল্যবান সামগ্রীর নিরাপত্তায় বন্ধ করে রাখতে হবে?


জানা যায়, সোমবারের এই ছিনতাইয়ের ঘটনায় কাঁধে চোট পাওয়ার পাশাপাশি তিনি এমন একটি মূল্যবান সম্পদ হারিয়েছেন সাংসদ সুধা যা তাঁর চার পুরুষের সম্পত্তি। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় তিনি প্রবল আতঙ্কে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কাছে আবেদন জানিয়েছেন যেন যে কোনো মূল্যে তাঁর খোয়া যাওয়া সম্পত্তিটি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

–

–

–

–

–

–
–
–
–