Tuesday, November 4, 2025

দলের প্রয়োজনে কাঁধের সমস্যা নিয়েও ব্যাট হাতে মাঠে নামতে প্রস্তুত ক্রিস ওকস (Chris Woakes)। ভারতীয় দলের তারকা ঋষভ পন্থই (Rishabh Pant) যেন তাঁর অনুপ্রেরণা। পঞ্চম দিন ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ৩৫ রান। সেইসঙ্গে ভারতীয় দলকে জিততে হলে প্রয়োজন চারটি উইকেট। আর কয়েক ঘন্টা পরই দুই দল মাঠে নামবে। আর সেই মঞ্চে ক্রিস ওকসকে (Chris Woakes) যেন সাহজ যোগাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। যেভাবে ভাঙা পা নিয়েও ব্যাট হাতে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ (Rishabh Pant), সেভাবেই নিজেকেও প্রস্তুত করছেন ক্রিস ওকস। চতুর্থ দিনের শেষে সাফ বার্তা দিয়েছিলেন জো রুট।

চতুর্থ টেস্টে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তবুও দলের প্রয়োজনে ক্রাচ হাতেই মাঠে নামতে প্রস্তুত ছিলেন ঋষভ। সেভাবেই নাকি তৈরি হচ্ছেন খোদ ক্রিস ওকসও। ওভাল টেস্টের দ্বিতীয় দিনই মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। বোলিংয়ের সময়ই কাঁধে বড়সড় চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার।

এরপর থেকেই ওকসকে আর বোলিং করতে দেখা যায়নি। কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৩৫ রান। কিন্তু ছয় উইকেট হারিয়েওছে তারা। সেখানেই দলের প্রয়োজনে নামতে প্রস্তুত রয়েছেন ক্রিস ওকস। এই প্রসঙ্গে জো রুট জানিয়েছেন, “এটা বলতে কোনওরকম দ্বিধা নেই যে ক্রিস ওকস সত্যিই অত্যন্ত যন্ত্রনার মধ্যে রয়েছেন। তবে আমরা এই সিরিজে ঋষভ পন্থকেও দেখেছি যে চোট নিয়ে তিনি কেমনভাবে প্রস্তুত ছিলেন। ভাঙা পা নিয়েই ব্যাটিং করেছিলেন। বিভিন্ন জায়গাতে ধাক্কাও সামলেছিলেন”।

ঋষভ পন্থই যেন এখন ক্রিস ওকসের অনুপ্রেরণা। দলের প্রয়োজনে তাঁকে যদি নামতে হয়, তবে কাঁধের চোটের পরোয়া না করেই নামতে প্রস্তুত রয়েছেন এই তারকা ব্রিটিশ পেসার।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version