Monday, August 11, 2025

২০২১-২২ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছিল ভারত। সেবার কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। এবার গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে সেখানে নেমেছে টিম ইন্ডিয়া। কিন্তু সেখানে কি জিততে পারবে ভারতীয় দল। ওভাল টেস্ট জিতলে সিরিজ ড্র হবে। আর এই ম্যাচ ভারত হারতে সিরিজও হাতছাড়া। সেই পরিস্থিতিতেই শশী থারুরের (Shashi Tharoor) লেখায় বিরাট কোহলির (Virat Kohli) নাম। সরাসরি না বললেও বিরাটকেই ফের একবার অবসর ভেঙে ফেরার বার্তা দিচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর।

এবারের আইপিএল চলার মাঝেই টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কার্যত সকলকে চমকে দিয়েই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সেই নিয়ে শুরু হয়েছিল জোর গুঞ্জন। বিশেষ করে বিরাট কোহলির (Virat Kohli) এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে গম্ভীরের দিকেই অভিযোগের আঙুল তোলা হয়েছিল। এমন পরিস্থিতিতেই এবার বিরাট কোহলিকে ফেরার বার্তা শশী থারুরের।

এই টেস্টে বিরাট কোহলির অভাব যে বারবার বোঝা যাচ্ছে তা বলেতে কোনও দ্বিধা নেই শশী থারুরের (Shashi Tharoor)। সেই কথা তাঁর লেখাতেও ফুটে উঠেছে। থারুরের কথায় বিরাট কোহলিকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্তে ক্রমশ দেরি হয়ে যাচ্ছে।

থারুর লেখেন, “এই সিরিজে আমি বিরাট কোহলিকে বারবারই মিস করেছি। তবে এই টেস্টেই বোধহয় সবচেয়ে বেশি মিস করছি তাঁকে। তাঁর মাঠে উপস্থিতি থেকে শরীরি ভাষা। সেইসঙ্গে বিরাট কোহলির ব্যাটিং তো রয়েছেই। মনে হচ্ছে না বিরাট কোহলিকে অবসর ভাঙিয়ে ফেরানোর সিদ্ধান্তটা ক্রমশ দেরি হয়ে যাচ্ছে। বিরাটকে এখন দেশের প্রয়োজন”।

এই সিরিজে বিভিন্ন জায়গাতেই বিরাট কোহলির অভাব বোঝা গিয়েছে। ব্যাটিং থেকে ফিল্ডিং, বিভিন্ন ক্ষেত্রেই তা দেখা গিয়েছে। থারুরের এই বার্তা বোর্ড কর্তাদের কান পর্যন্ত পৌঁছয় কিনা সেটাই দেখার।

Related articles

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি

শালবনিতে প্রস্তুত দুই বিদ্যুৎ কেন্দ্র, আসছে আরও দুটি রাজ্যের বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক। শালবনিতে (Shalboni) ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সংশোধিত রুলসে সবুজ সংকেত পুরসভার! এবার স্বল্প জমিতেও মিলবে বাড়ি তৈরির অনুমতি

কলকাতা পুরসভা এলাকায় আধকাঠা বা তারও কম জমিতেও বাড়ি নির্মাণের অনুমতি দিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে...

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...
Exit mobile version