অসুস্থ কলকাতা উত্তরের সাংসদ তথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee)। তাঁর জায়গায় তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) লোকসভার দলনেতা করল তৃণমূল (TMC) সোমবার, বিকেলে রাজ্য রাজনীতিতে বড় খবর, আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও দায়িত্ব বাড়ল অভিষেকের।

এর আগে পহেলগামে সন্ত্রাসবাদী হামলা ও অপরেশন সিন্দুর নিয়ে বিদেশে যাওয়া সংসদীয় দলেও তৃণমূলের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন অভিষেক (Abhishek Banerjee)। আগামী ৭ তারিখ ইন্ডিয়ার নৈশভোজেও দলের তরফে যোগ দেওয়ার কথা তাঁর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ বর্ষীয়ান সুদীপ। সেই কারণে, গুরুত্বপূর্ণ বৈঠকে বা অধিবেশনে তিনি অনিয়মিত হয়ে পড়েছেন। এই পরিস্থিতি লোকসভার দলনেতা করা হল অভিষেককে।

গত কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ সুদীপ। চলতি বাদল অধিবেশনে একদিনও তাঁকে সংসদে দেখা যায়নি। এই পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্য ছিল। অসুস্থ সাংসদ সৌগত রায়ও। তিনিও হাসপতালে চিকিৎসাধীন। এই পরিস্থিতে এদিন দলীয় সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সভানেত্রী। বলেন, অসুস্থতার জন্য লোকসভার নেতাকে সংসদে বাদল অধিবেশনে দেখাই যায়নি। সুদীপ যেন বিশ্রাম নেন। তাঁর বদলে অভিষেক লোকসভার কাজকর্ম দেখবেন। বৈঠকেই লোকসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ঘোষিত হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ভার্চুয়াল মিটিং নিয়ে পরে নিজের এক্স হ্যান্ডেলে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,
“আমাদের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ এবং চিকিৎসাধীন থাকায়, সাংসদরা সর্বসম্মতিক্রমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুদীপদা সুস্থ না হওয়া পর্যন্ত দলের নেতা হিসেবে লোকসভায় দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব অর্পণ করার সিদ্ধান্ত নিয়েছি”।

I convened a virtual meeting today with all @AITCofficial MPs from both the Lok Sabha and Rajya Sabha. Given that our Lok Sabha leader, Shri Sudip Bandyopadhyay, is unwell and undergoing medical treatment, the MPs have unanimously decided to entrust Shri Abhishek Banerjee with…
— Mamata Banerjee (@MamataOfficial) August 4, 2025
অভিষেককে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন ও সাধুবাদ জানিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “অভিষেক দক্ষ সাংসদ, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। উনি দক্ষতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন সংসদের ভিতরে ও বাইরে। দুরন্ত বক্তা। হিন্দি, বাংলা, ইংরেজিতে কথা বলেন। পহেলগাম টিম-এর সফলতম সংসদ উনি।” কুণালের মতে, “অভিষেককে দলনেতা করার মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী। এই সিদ্ধান্ত বিজেপির জন্য আতঙ্কের হয়ে দাঁড়াবে।”
আরও খবর: ছাব্বিশের ভোটের আগে আরও বড় দায়িত্ব, সুদীপের বদলে লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক

–

–

–

–

–

–
–
–
–
–