Monday, November 3, 2025

আমি সম্মানিত: লোকসভার দলনেতা হয়ে কৃতজ্ঞতা প্রকাশ অভিষেকের

Date:

দীর্ঘদিন অসুস্থ থাকায় বর্ষীয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বদলে তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) লোকসভার দলনেতা ঘোষণা করেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘দিদি’র এই আস্থায় তিনি সম্মানিত। নিজের সোশ্যাল মিডিয়া পেজে লিখেছেন আপ্লুত অভিষেক।

সোমবার দলের সাংসদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই দলনেত্রী বলেন, সুদীপ অনেকদিন ধরেই অসুস্থ। তাঁর পক্ষে এখন আর সক্রিয়ভাবে দায়িত্ব সামলানো সম্ভব হচ্ছে না। চলতি বাদল অধিবেশনে একদিনও সংসদে উপস্থিত থাকতে পারেননি সুদীপ। সে কারণে এখন থেকে লোকসভায় তৃণমূলের দলনেতা থাকবেন অভিষেক। সকল সাংসদ এই প্রস্তাব সাদরে সমর্থন করেন পরে নিজের এক্স হ্যান্ডেলে রদবদলের কথা নিজেই জানান মমতা।

এর কিছুক্ষণ পরে নিজে সোশ্যাল মিডিয়ায় দলনেত্রীকে উদ্দেশ্যে করে অভিষেক লেখেন,
“দলের চেয়ারপার্সন দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমার সহকর্মী সাংসদরা আমার উপর আস্থা রেখে লোকসভায় সংসদীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমাকে বেছে নেওয়ায় আমি গভীরভাবে সম্মানিত।

পূর্ণ অঙ্গীকার এবং বিনয়ের সাথে, আমি এই দায়িত্ব গ্রহণ করছি এবং সংসদে তৃণমূলের কণ্ঠস্বর শক্তিশালী এবং অটল রাখার জন্য আমার সকল সহকর্মীদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করছি। একসাথে, আমরা কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ববাদকে প্রতিহত করব এবং আমাদের সংবিধানের মূল মূল্যবোধ – ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব – রক্ষা করব।
আমাদের লক্ষ্য স্পষ্ট: বাংলার জনগণের অধিকার, সম্মান এবং আকাঙ্ক্ষা রক্ষা করা। তৃণমূলের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মী এবং সমর্থককে আমার এবং আমাদের উদ্দেশ্যের প্রতি তাঁদের অবিরাম বিশ্বাসের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের প্রবীণ সাংসদ সদস্যদের তাঁদের অমূল্য সমর্থন, নির্দেশ এবং উৎসাহের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

কৃতজ্ঞতা প্রকাশ করে অভিষেক লেখেন, “তাঁদের অটুট সমর্থন, পরামর্শ ও উৎসাহ আমাকে এই নতুন দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।”

আরও পড়ুন- পরীক্ষার দিন বদল নয়: সিন্ডিকেট বৈঠক শেষে জানিয়ে দিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version