Thursday, August 21, 2025

আমি-তুমি নয়, ঐক্যবদ্ধ লড়াই: ভার্চুয়াল বৈঠকে দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করলেন অভিষেক

Date:

বছর ঘুরলেই বিধনাসভা নির্বাচন। তার আগে সারাবাংলার দলীয় নেতৃত্বের সঙ্গে অতি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবারের এই ভারচুয়াল বৈঠক থেকে এক জোটে লড়াইয়ের বার্তা দেন অভিষেক। তাঁর দ্ব্যর্থহীন ভাষায় নির্দেশ- আমি-তুমি নয়, লড়তে হবে একজোট হয়ে।

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, দলে সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সেখানে আমার আর আপনার মধ্যে কোনও তফাৎ নেই। ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ঝগড়া করলে পরিণাম খারাপ হবে  বলে সতর্ক করেন অভিষেক।

এর পরে সাংগঠনিক ক্ষেত্রে নিয়ে অভিষেক বলেন,  ১০০-র বেশি ভোটে তৃণমূলের হার হয়েছে, সেখানে পরাজয়ের কারণ খুঁজে বের করতে হবে। যে বুথে বা ব্লকে বারবার হার হয়েছে, সেখানে সভাপতি বদল করা হবে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, তৃণমূলে অ্যাকাউন্টিবিলিটি রাখতে হবে। পারফরমেন্স দলে শেষ কথা। তার ভিত্তিতেই উন্নতি। কাজের ভিত্তিতেই উন্নতি। কারও পা ধরে পদে টিকে থাকা যাবে না-কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

পঞ্চায়েত প্রধানের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু অঞ্চল সভাপতি এলাকা চেনেন। তাঁর কথা শুনতে হবে- নির্দেশ অভিষেকের। ব্লক সভাপতিরা বিধায়কদের সঙ্গে কথা বলে কাজ করবেন। সবার সঙ্গে কথা বলে জনসংযোগে জোর দেন তিনি। বিজেপিকে জামানত জব্ধ করতে হবে- বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version