Monday, August 11, 2025

রাশিয়ার থেকে সার, পারমাণবিক শক্তি! তবু ভারতকে মার্কিন দোষারোপে পাল্টা বিবৃতি ভারতের

Date:

আমেরিকার আস্ফালনের পাল্টা জবাব এবার দিল ভারত। যে আমেরিকা রাশিয়া (Russia) থেকে জ্বালানি তেল কেনা নিয়ে ভারতকে দোষারোপ করছে, সেই আমেরিকাই (USA) রাশিয়ার থেকে কি কি পণ্য এখনও কিনে চলেছে, তার নথি তুলে ধরা হল ভারতের বিদেশ মন্ত্রকের (MEA) তরফে। সেই সঙ্গে দাবি করা হল, ভারতের অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি ভারত সরকার বুঝে নেবে।

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করে দাবি করা হয়, খোদ মার্কিন যুক্তরাষ্ট্র (USA) এখনও রাশিয়ার (Russia) থেকে নিজেদের নিউক্লিয়ার শক্তির জন্য ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড কিনে চলেছে। সেই সঙ্গে বিদ্যুৎ চালিত যানবাহনের জন্য পেলিয়াডিয়াম কিনছে। এছাড়াও স্যারের জন্য রাসায়নিক তো কেনা আমেরিকার তালিকায় রয়েছেই। এরপরেও আমেরিকা যেভাবে দোষারোপ করেছে ভারতকে তার জন্য প্রস্তুত রয়েছে ভারত সরকার।

শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ইউরোপিয়ান ইউনিয়নও (European Union) রাশিয়ার সঙ্গে বাণিজ্য জারি রেখেছে, দাবি করা হয় বিদেশ মন্ত্রকের তরফে। সদ্য ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ৬৭.৫ বিলিয়ন ইউরোর বাণিজ্যিক চুক্তি ইউরোপিয়ান ইউনিয়ন করেছে বলে দাবি করা হয়। এছাড়াও রাসায়নিক, সার, খনিজ সামগ্রী এবং শক্তির ক্রয়ও জারি রেখেছে ইউরোপিয়ান ইউনিয়ন।

পাশাপাশি, দাবির সঙ্গে বিদেশ মন্ত্রক জানায় বর্তমানে রাশিয়ার সঙ্গে শক্তির যে চুক্তি ভারত করেছে তাতে এক সময় অনুপ্রেরণা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রই! গোটা বিশ্বের অর্থনীতিকে সচল রাখতে এই চুক্তি ভারতকে করতে বাধ্য করেছিল আমেরিকা, এমনটাও দাবি করা হয়।

আরও পড়ুন: রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

এরপরেও বারবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতের উপর এক লপ্তে বা ধাপে ধাপে শুল্ক চাপানোর দাবিকে ভারতে ভালো চোখে দেখছে না, বুঝিয়ে দেওয়া হয় বিবৃতিতে। বিদেশ মন্ত্রক স্পষ্ট জানিয়েছে, যে কোনও বড় অর্থনীতি যেভাবে নিজেদের অর্থনীতিকে রক্ষা করে ভারত সেভাবেই নিজের অর্থনীতিকে রক্ষা করার পথ খোলা রেখেছে।

Related articles

মাঝ আকাশে দু’ঘণ্টা, প্রাণহাতে ল্যান্ডিং! বিমান যাত্রার ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার কংগ্রেস নেতার

এয়ার ইন্ডিয়ার যাত্রী পরিষেবা নিয়ে দুর্ভোগ যেন থামতে চাইছে না। এবার ত্রিবান্দ্রম থেকে দিল্লি পৌঁছানোর ভয়াবহ অভিজ্ঞতা জানালেন...

দিল্লিতে কাঁপাবে বিরোধী জোট: বৈঠকে ডাকল নির্বাচন কমিশন

একের পর এক ষড়যন্ত্রের মুখোশ খুলে দিয়েছে বিরোধীরা। মুখ পড়েছে সুপ্রিম কোর্টেও। সেই পরিস্থিতিতে সোমবার ইন্ডিয়া (INDIA) জোটের...

ঘোষণা ছাড়াই বন্ধ মেট্রো! ভোর থেকে ভোগান্তি যাত্রীদের

সপ্তাহের প্রথম দিন মেট্রো বিভ্রাট যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। সোমবার সকালেও সেই একই রকম ভোগান্তিতে মেট্রোর নিত্যযাত্রীরা। কোনওরকম...

রাজনৈতিক ব্যর্থতাতেই কুকথার আশ্রয়! শুভেন্দুকে কটাক্ষ কুণালের 

রাজনৈতিক ব্যর্থতা ও হতাশা থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কুকথার আশ্রয় নিচ্ছেন—এমনই মন্তব্য করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...
Exit mobile version