আজ আরামবাগ- ঘাটালের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

গত কয়েক দিনের লাগাতার বৃষ্টি (Heavy rain)এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিভিসির (DVC) জল ছাড়ার ফলে প্লাবিত আরামবাগ-ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জলবন্দি কয়েক লক্ষ মানুষ। এবার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আজই (৫ অগাস্ট) আরামবাগে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন খানাকুলে বন্যা দুর্গতদের ত্রাণ তুলে দেওয়ার কথাও রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। পাশাপাশি কামারপুকুর রামকৃষ্ণ মঠের একটি অনুষ্ঠানেও তিনি যোগ দেবেন। তারপর সেখান থেকে চলে যাবেন ঘাটালে (Ghatal)।

প্রবল বর্ষণে আরামবাগ (Arambag), খানাকুল ও পুরশুড়া-সহ একাধিক এলাকায় জলমগ্ন। সেচ দফতর ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ করতে শুরু করেছে। কিন্তু যেভাবে চক্রান্ত করে ডিভিসি জল ছাড়ছে তাতে ক্রমশই উদ্বেগ বাড়ছে এলাকার মানুষের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী (CM) আজ আরামবাগে পৌঁছে কোনও ঘোষণা করেন কিনা সেদিকে নজর থাকবে। নবান্ন (Nabanna) সূত্রে খবর, আরামবাগের কর্মসূচির পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সোজা ঘাটালের উদ্দেশে রওনা দেবেন। মৌসুমী অক্ষরেখার সঙ্গে জোট বেঁধে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপের লম্বা ইনিংসের ফলে জলস্তর বেড়েছে শিলাবতী ও ঝুমি নদীতে। ঘাটাল পুরসভার ১৩ টি ওয়ার্ড জলমগ্ন, প্লাবিত পাঁচটি পঞ্চায়েতের একাধিক গ্রাম। বিস্তীর্ণ এলাকা জুড়ে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ঘাটালের বন্যা পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ আপডেট নিচ্ছেন সেচমন্ত্রী। দিন কয়েক আগে সাংসদ দেবও (Dev) এলাকা পরিদর্শন করেছেন। এবার সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চান মুখ্যমন্ত্রী। সম্ভবত থাকবেন সাংসদ অভিনেতাও। এদিন বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলার প্রশাসনিক পদক্ষেপ সম্পর্কেও খোঁজখবর নেবেন। ইতিমধ্যেই ঘাটাল মাস্টার প্ল্যানের (Ghatal Master Plan) কাজ শুরু হয়েছে। সেই নিয়েও আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...