Saturday, August 23, 2025

ডিসেম্বরে সেট পরীক্ষা, ২০২৬-র শুরুতেই রাজ্যে সহকারী অধ্যাপক নিয়োগ

Date:

রাজ্যের কলেজগুলিতে সহকারী অধ্যাপক পদে নিয়োগের পথে একধাপ এগোল কলেজ সার্ভিস কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১৪ ডিসেম্বর নেওয়া হবে ২৭তম স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)। এই পরীক্ষার মাধ্যমেই রাজ্যের কলেজে সাড়ে তিন হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে ২০২৬ সালের শুরুতেই।

সেট পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ অগস্ট থেকে, যা চলবে ৩১ অগস্ট পর্যন্ত। যাঁরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, তাঁরা পরীক্ষায় বসার জন্য আবেদন করতে পারবেন। পরীক্ষাটি হবে রাজ্যের ২৩টি নির্দিষ্ট কেন্দ্রে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ফল প্রকাশিত হবে এবং ফেব্রুয়ারিতে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ পেতে পারে। এরপর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।

চলতি বছর পরীক্ষার জন্য ১,৪০০ টাকা ফি ধার্য করা হয়েছে, যা গত বছরের তুলনায় ১০০ টাকা বেশি। এই বছর মোট ৩৩টি বিষয়ে নেওয়া হবে সেট পরীক্ষা। বাংলা, ইংরেজি, সংস্কৃত, হিন্দি, উর্দু, ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষাবিজ্ঞান, গণজ্ঞাপন ও সাংবাদিকতা, মনোবিজ্ঞান, সমাজতত্ত্ব, ভূগোল, পরিবেশবিদ্যা, আইন, সঙ্গীত, সাঁওতালি, নেপালি, আরবি, ম্যানেজমেন্ট, কেমিক্যাল, ফিজিক্যাল, লাইফ, ম্যাথমেটিক্যাল ও ইলেকট্রনিক সায়েন্সেস, কম্পিউটার সায়েন্স, হোম সায়েন্স, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন ও নৃতত্ত্ব – এই বিষয়গুলিতে পরীক্ষা হবে। কমিশনের তরফে স্পষ্ট করা হয়েছে, শুধুমাত্র ২০২৫ সালে উত্তীর্ণ প্রার্থীরাই নন, ২০২১ সালের পর থেকে যাঁরা উত্তীর্ণ হয়েছেন, তাঁরাও এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। শিক্ষাক্ষেত্রে এমন বড়সড় নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন পর হতে চলেছে বলেই মনে করছে শিক্ষামহল।

আরও পড়ুন- এগিয়ে থাকলেও নামধারীকে সমীহ অস্কারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version