Tuesday, November 4, 2025

ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণের প্রতিবাদ, কোচবিহারে আক্রান্ত শুভেন্দুর কনভয়

Date:

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ, বাংলার বাসিন্দাদের অসম থেকে এনআরসি শংসাপত্র পাঠানো। এই নিয়ে বিজেপি-র উপর তিতিবিরক্ত মানুষ। সেই জনরোষই আছড়ে পড়ল মঙ্গলবার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) কনভয়ে। কোচবিহারে (Cooch Behar) শুভেন্দুর কনভয়ের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ, ডবলইঞ্জিন সরকারের রাজ্যে বাঙালীদের উপর আক্রমণের জবাব দিয়েছেন কোচবিহারবাসী।

বিজেপি বিধায়কদের উপর হামলার অভিযোগে এদিন কোচবিহারের (Cooch Behar) পুলিশ সুপারের সঙ্গে দেখা করার কথা ছিল বিরোধী দলনেতার। সেই মতো বাগডোগরায় থেকে কোচবিহারের দিকে কনভয় রওনা দেয় তাঁর কনভয়। বেলা সাড়ে ১২টা নাগাদ কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছোলেই তার উপর আক্রমণ হয়। কালো পতাকা দেখানোর পাশাপাশি ওঠে ‘গো ব্যাক’ স্লোগানও। অভিযোগ, ওই জমায়েত থেকে শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে জুতো ছোড়া হয়। দলীয় পতাকার লাঠি দিয়ে গাড়ির কাচ ভাঙা হয় বলেও অভিযোগ। তবে হামলায় কেউ আহত হয়েছেন বলে জানা যায়নি।

এদিন কোচবিহারের পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির। সেই কর্মসূচিতে যাওয়ার আগেই শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনা ঘটল। অভিযোগের তির দিকে তৃণমূলের দিকে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের জেলা নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল নেতৃত্বের দাবি, মঙ্গলবার তাঁরা জেলার বিভিন্ন জায়গায় ‘ভাষা আন্দোলন’ করবেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, বিজেপি বাংলা ভাষা বিরোধী। ভিনরাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ চালাচ্ছে বিজেপি। সেই কারণে তারা যেখানে যেখানে যাচ্ছে, সেখানেই বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা মানুষের সত্বঃস্ফূর্ত প্রতিবাদ। উদয়নের কথায়, কোচবিহার বিজেপি শূন্য হবে।
আরও খবর‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবির নিয়ে কড়া নির্দেশ মুখ্যসচিবের

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version