Sunday, November 16, 2025

এক মঞ্চে দেব-শুভশ্রী! আবেগের বিস্ফোরণ ধূমকেতুর ট্রেলার লঞ্চে

Date:

২০২৫ সালের ৪ আগস্ট, নজরুল মঞ্চ সাক্ষী থাকল বাংলা চলচ্চিত্রের এক আবেগঘন ইতিহাসের। মাইলফলক তৈরি করল ৪ অগাস্টের গোধূলির সন্ধিক্ষণ। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ধূমকেতুর জমকালো ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। নবছর পর মুক্তি পাচ্ছে এই ছবি। সব আশঙ্কাকে দূরে সরিয়ে রেখে দেব-শুভশ্রী এক মঞ্চে হাজির হলেন। দশ বছর পর ফের একসঙ্গে, এক মঞ্চে, আর এই কামব্যাকের সাক্ষী হতে কানায় কানায় পূর্ণ ছিল প্রেক্ষাগৃহ।

সময় যেন থমকে দাঁড়িয়েছিল সেই মুহূর্তে। দর্শকদের মুখে একটাই স্লোগান ছড়িয়ে পড়েছিল-“শিরায় শিরায় রক্ত, আমরা দেব-শুভশ্রীর ভক্ত”। এমন আবেগ, উচ্ছ্বাস, চোখে জল আর কণ্ঠে ভালোবাসার গর্জনে ঢেকে গিয়েছিল চারপাশ। মঞ্চে উপস্থিত গোটা ধূমকেতু টিমের সঙ্গে একত্রে আবেগের রঙে রঙিন হল সন্ধ্যা।

দর্শকদের উদ্দেশে শুভশ্রী বলেন, আমরা আমাদের জুটিকে টিকিয়ে রাখার জন্য কোনও চেষ্টা করিনি। আমরা শুধু বেঁচে ছিলাম আপনাদের ভালোবাসায়, হাসিতে, কান্নায়, অনুভূতিতে। আমাদের মধ্যে যা কিছু ছিল, তা আপনারাই বাঁচিয়ে রেখেছেন। উচ্ছ্বসিত দেব বলেন, ধূমকেতু আমাদের কাছে শুধুমাত্র একটি সিনেমা নয়। এটা এমন এক অনুভব, যা শব্দে ব্যাখ্যা করা যায় না। অনেক রাগ, অভিমান ভুলে আজকের এই মঞ্চে এসেছি। আমরা হয়তো ভবিষ্যতে আরও ছবি করব, কিন্তু ধূমকেতু আর ফিরে আসবে না।

ছবির প্রেক্ষাপট এক সৈনিকের হারিয়ে যাওয়া এবং ফিরে আসা; আত্মপরিচয়ের দ্বন্দ্ব, রাজনৈতিক প্রেক্ষাপট, এবং সম্পর্কের জটিল বুনন। দেব অভিনীত চরিত্র ভানুর কাহিনি কেন্দ্র করে আবর্তিত হয়েছে এই আবেগঘন সিনেমা। ধূমকেতু দেব-শুভশ্রীর ষষ্ঠ ছবি। প্রথম পাঁচটি ছবি যেমন বক্স অফিসে জনপ্রিয়তা পেয়েছে, এই ছবিও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছেন অনুরাগীরা।

এদিনের ট্রেলার লঞ্চের মঞ্চে ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, প্রযোজক রানা সরকার, পরমব্রত, চিরঞ্জিৎ, রুদ্রনীল প্রমুখ। তাঁরা সকলেই একবাক্যে বলেছেন—এই ছবি শুধু সিনেমা নয়, এক বার্তা, এক আবেগ, এক যাত্রার নাম।ছবি মুক্তি পাচ্ছে ১৪ অগাস্ট। কিন্তু ট্রেলার লঞ্চের সেই সন্ধ্যা যেন জানিয়ে দিল—ধূমকেতু ইতিমধ্যেই দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। দেব-শুভশ্রীর আজকের এই মুহূর্ত বাংলা সিনেমার স্মরণীয় পাতায় জায়গা করে নিল। ধূমকেতু যে শুধু এক সিনেমা নয়, বরং এক সময়ের সাক্ষ্য, সেই সত্যিই আর অস্বীকার করার জায়গা নেই।

আরও পড়ুন- রাশিয়ার তেল থেকে মুনাফা! ভারতের উপর ধাপে ধাপে শুল্ক বসানোর হুমকি ট্রাম্পের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version