মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সচিবদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। সেখানেই তিনি সকলকে মনে করিয়ে দেন, একুশে জুলাইয়ের মঞ্চে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য যে নির্দেশ দিয়েছেন, যে কর্মসূচি দিয়েছেন তা যথাযথভাবে পালন করতে হবে।
সুব্রত বক্সি বলেন, দলের সর্বস্তরের নেতা-কর্মীদের জন্য নেত্রী যে কর্মসূচি নির্ধারণ করেছেন, তা যথাযথভাবে পালন করতে হবে। দলের প্রতিটি শাখা সংগঠন—যুব, মহিলা, শ্রমিক, কৃষক—সেই মোতাবেক কাজ করবে। তিনি জানান, ইতিমধ্যেই তৃণমূল মহিলা কংগ্রেস গান্ধীমূর্তির পাদদেশে মেয়র রোডে ধরনা-অবস্থান কর্মসূচি সম্পন্ন করেছে। আগামী শনিবার ও রবিবার রয়েছে তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি। ঠিক এইভাবেই প্রতি সপ্তাহে শনি-রবিবার করে লাগাতার কর্মসূচি পালন করতে হবে নেত্রীর নির্দেশ মেনে। রাজ্য সভাপতির আরও বার্তা, এনআরসি, এসআইআর, বাংলা ভাষা ও বাঙালিবিদ্বেষ, কেন্দ্রীয় বঞ্চনা—এই সমস্ত ইস্যুতে নেত্রীর দেখানো পথ অনুসরণ করে রাজ্যজুড়ে আন্দোলন জোরদার করতে হবে। ভোটার তালিকায় কারচুপি নিয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করতে হবে। ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের বিরুদ্ধেও লাগাতার প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে।
জনসংযোগ আরও মজবুত করার ওপর জোর দিয়ে সুব্রত বক্সি বলেন, মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের তুঘলকি আচরণ কীভাবে সাধারণ মানুষের ক্ষতি করছে। বাংলার প্রতি বঞ্চনার বার্তাও আরও জোরালোভাবে পৌঁছে দিতে হবে। সুব্রত বক্সির বক্তব্যের পর ভার্চুয়াল বৈঠকে বিশদে দলীয় বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
_
_
_
_
_
_
_
_
_
_
_