Friday, August 29, 2025

অনুসন্ধানী মনই সত্যিকারের শিক্ষার চাবিকাঠি! শিক্ষার্থীদের বার্তা সোনম ওয়াংচুকের

Date:

“বাঙালিরা শুধু রিল বানাতে বেরোয় না, তাদের মধ্যে আছে অনুসন্ধিৎসু মন। তাই লাদাখে বাঙালি পর্যটকদের জন্য অপেক্ষা করে মানুষ”— কলকাতায় এসে এমনই মন্তব্য করলেন লাদাখের খ্যাতনামা পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তিনি বলেন, “বাঙালি অন্বেষক জাতি। তারা শুধু ঘুরতে যায় না, জানার আগ্রহ নিয়ে যায়। এটা অন্য রাজ্যের অনেক পর্যটকদের মধ্যে দেখা যায় না। সেই কারণেই বাঙালিদের প্রতি লাদাখবাসীদের একটা আলাদা টান রয়েছে।”

তবে শুধু পর্যটন নয়, এদিন শিক্ষার প্রসঙ্গেই মুখর ছিলেন ‘থ্রি ইডিয়টস’-খ্যাত বাস্তবের ফুংসুক ওয়াংরু। তাঁর মতে, আদর্শ বিদ্যালয়ের জন্য দরকার নেই বাহারি স্কুল ইউনিফর্ম বা চকচকে বিল্ডিং। শিক্ষার মূলে থাকা উচিত তিনটি বিষয়—কৌতূহল, সহানুভূতি এবং অভিজ্ঞতা। তিনি বলেন, যদি কৌতূহল থাকে, তুমি নিজেই শিখে নিতে পারবে। ছোটবেলা থেকে চারপাশে যা দেখবে, তা নিয়ে প্রশ্ন করতে হবে। শ্রেণিকক্ষে বারবার প্রশ্ন করতে হবে। হয়তো সহপাঠীরা শুরুতে হাসবে, কিন্তু শেষ হাসি তোমারই হবে।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্কুলে আমি এত প্রশ্ন করতাম যে সকলে আমায় ‘ইন্সপেক্টর’ বলত। সেই প্রশ্নের উত্তরগুলোই আজ আমাকে তৈরি করেছে। তিনি আরও জানান, শিশুর কৌতূহলকে দমন করা উচিত নয়। ছোট থেকেই বলা হয়, বেশি প্রশ্ন কোরো না। স্কুলে পিন ড্রপ সাইলেন্স চাই। কিন্তু আদর্শ বিদ্যালয়ে কখনও তা হওয়া উচিত নয়। প্রশ্ন করার মানসিকতা বজায় রাখা যে কত কঠিন, তা স্বীকার করে নিয়েও ওয়াংচুক বলেন, যে শিশু জানার আগ্রহ ধরে রাখে, তার মন চিরসবুজ থাকে। মনের মধ্যে যদি জানার তীব্র তাড়না থাকে, তাহলে আশিতেও মন থাকবে আঠারোর মতো তরুণ। কলকাতার ছাত্রছাত্রীদের উদ্দেশে তাঁর বার্তা, নিজেকে উপযুক্ত করে গড়ে তুলো। সাফল্য তখন নিজেই এসে ধরা দেবে।

আরও পড়ুন- বাংলা ভাষা ‘বাংলাদেশি’! প্রতিবাদ জানিয়ে এবার সরব হলেন সঙ্গীতশিল্পী রুপঙ্কর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

 

_

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version