Wednesday, August 13, 2025

আমার ভূমি ঐক্যবদ্ধ, বঙ্গভূমি: বাংলা ভাষার সম্মানে গান লিখলেন মুখ্যমন্ত্রী

Date:

বাংলার যেকোনও উৎসব বা বিশেষ দিন উপলক্ষ্যে গান লেখেন, সুর দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার ভাষা আন্দোলন নিয়েও গান লিখে সুর দিলেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন রাজ্যের মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। বুধবার ঝাড়গ্রামে ভাষা আন্দোলনের মিছিল থেকে “আমার ভূমি ঐক্যবদ্ধ , বঙ্গভূমি“-এই গান (Song) বাজানো শুরু হল।

এক হাতে রবি ঠাকুর, অন্য হাতে বীরসা মুন্ডার নিয়ে এদিন ঝাড়গ্রামের একলব্য মোড় থেকে পাঁচমাথার মোড় পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা ভাষা মিছিলে হাঁটেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এদিন তাঁর সঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শিউলি সাহা, মানস ভুঁইয়া, মঠের সন্ন্যাসী সহ অন্যান্য ধর্মের মানুষ। আদিবাসীদের পাশাপাশি বিজেপি বিরোধী এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জঙ্গলমহল তথা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সম্প্রদায়, সামাজিক সংগঠন ও সমাজের বিভিন্নস্তরের বিদ্বজ্জনেরাও। জঙ্গলমহলের প্রাণকেন্দ্র ঝাড়গ্রামে বাংলা ভাষার উপর বিজেপির আক্রমণের প্রতিবাদে মিছিল শেষে বাজানো হল মুখ্যমন্ত্রীর গান।

বাংলা ভাষার সম্মান রক্ষার্থে এই গান লিখেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায় ও সুরে লেখা এই গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন। গানের কথায় উঠে এসেছে বাংলার সংস্কৃতির কথা। মুখ্যমন্ত্রীর গানের মাধ্যমে বাংলাকে অপমানের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকার ফুটে উঠেছে।

বহুদিন থেকেই গান লেখেন ও  নিজেই গানের সুর করেন মমতা। রাজ্যের বিভিন্ন অনুষ্ঠান, উৎসব উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী নিয়মিত গান লেখেন। কিছুদিন আগে বনমহোৎসবে সচেতনতার বার্তা দিয়ে গান লিখেছিলেন। “সবুজ বাঁচাও, সবুজ দেখাও, সবুজের মাঝে, বিবেক জাগাও…“ গানে গানে বনসৃজন ও পরিবেশরক্ষার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো, বড়দিন, বর্ষবরণ-সহ একাধিক উৎসবে মুখ্যমন্ত্রীর গান শোনা যায়। দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেও গান লিখেছিলেন মুখ্যমন্ত্রী। মন্দির উদ্বোধন ও রথযাত্রার দিন সেই গান বাজানো হয়েছিল। এবার ভাষা আন্দোলন নিয়েও গান বাঁধলেন তিনি।

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version