সন্তানকে ধর্ষণ করে খুনে (murder) অভিযুক্ত বাবা। অভিযোগ দায়েরের ১৫ মাসের মধ্যে অভিযুক্ত বাবার বিরুদ্ধে ফাঁসির সাজার রায় শোনালো আসানসোল আদালত (Asansol Court)। এই প্রথমবার আসানসোল আদালত কোনও ফাঁসির (hanging) সাজা শোনালো, দাবি সরকারি আইনজীবী। সোমবার আসানসোল আদালতের সুপর্ণা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় বাবাকে দোষী সাব্যস্ত (convicted) করেছিল। বুধবার সাজা ঘোষণা করা হয়।
পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার নরসিংবাঁধ এলাকার হাড়হিম করা হত্যাকাণ্ড সামনে এসেছিল ২০২৪ সালের ১৩ মে সকালে। গৃহবধূর আর্তনাদে ঘুম ভাঙে পাড়া প্রতিবেশীর। বিছানায় পড়ে ১৫ বছরের নাবালিকা। গলায় দাগ, নাক কান দিয়ে রক্ত বের হচ্ছে। মা, আহত মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও বাধা দেয় বাবা। এই অবস্থায় প্রতিবেশীরাই জোর করে মেয়েটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। মেয়ের মায়ের অভিযোগে গ্রেফতার হয় বাবা।
ঘটনার তদন্ত যত এগিয়েছে হত্যাকাণ্ডের বীভৎসতা সামনে এসেছে। ময়না তদন্তে জানা গিয়েছে, মেয়েটিকে খুন (murder) করার আগে ধর্ষণ (rape) করা হয়। তারপর দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পুলিস একটি ডাস্টবিন থেকে খুনে ব্যবহৃত দড়িটি উদ্ধার করে। ময়নাতদন্তের রিপোর্ট ও বিছানা থেকে সংগ্রহ করা সিমেনের নমুনা ধরে তদন্ত চালানো হয়। ১৬ জনের সাক্ষ্যগ্রহণের পরে একবছর তিনমাসের মধ্যেই অভিযুক্ত বাবাকে দোষী সাব্যস্ত (convicted) করেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফাঁসির (hanging) নির্দেশ দেন বিচারক।
–
–
–
–
–
–
–
–
–
–
–