Sunday, November 2, 2025

হাই কোর্টে খারিজ মিঠুনের সব আর্জি, তদন্তে সহযোগিতার নির্দেশ বিচারপতির

Date:

আদালতে খারিজ হয়ে গেল বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborti) আর্জি। তাঁর বিরুদ্ধে FIR খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন। বুধবার, বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ সেই আর্জি খারিজ করে, মিঠুনকে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে আদালত- জানিয়েছেন অভিযোগকারীর পক্ষের আইনজীবী অয়ন চক্রবর্তী। একই সঙ্গে ৩ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির আগে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলেও জানিয়েছে আদালত।

মিঠুনের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে FIR দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে আর্থিক বঞ্চনা, প্রতিশ্রুতি ভঙ্গ-সহ একাধিক অভিযোগে চিৎপুর থানায় এফআইআর দায়ের হয়েছে। এফআইআর খারিজের আবেদনে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন (Mithun Chakraborty)। তাঁর বিরুদ্ধে আদালতে গোপন জবানবন্দি দেন তাঁরই প্রাক্তন সচিবের স্ত্রী শর্মিলা রায়চৌধুরী। সোমবার শিয়ালদহ আদালতে তাঁর গোপন জবানবন্দি নেওয়া হয়। বিজেপি (BJP) নেতা ছাড়াও তাঁর এক ঘনিষ্ঠ আইনজীবী বিমান সরকারের বিরুদ্ধে চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই দম্পতি।

প্রাক্তন সচিব সুমন রায়চৌধুরীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মিঠুনের সঙ্গে ছিলেন তিনি। মিঠুন চক্রবর্তী ও বিমান সরকার তাঁকে একটি হোটেলের ইন্টেরিয়র ডেকরেশনের কাজ দেন। প্রথম দফায় কাজের টাকা পেলেও পরের দফায় তাঁকে অতিরিক্ত কিছু কাজের জন‌্য চাপ দেন মিঠুনরা। সুমনের দাবি, স্ত্রীর গয়না বন্ধক রেখে টাকা সংগ্রহ করে কাজও শেষ করেন তিনি। কিন্তু সেই কাজ সংক্রান্ত কোনও নথি তাঁর কাছে নেই। সুমন ও তাঁর স্ত্রীর অভিযোগ, ওই কাজ বাবদ মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা বাকি রয়েছে তাঁদের। কিন্তু সেই টাকা দেওয়া হয়নি। টাকা চাইতে গেলেই হয়রানি করা হয় বলে অভিযোগ দম্পতির। এর পরই চিৎপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই মামলাতেই এদিন গোপন জবানবন্দি দেন সুমানের স্ত্রী।

শর্মিলার আইনজীবী অয়ন চক্রবর্তী জানান, শুনানিতে এদিন বিচারপতি জয় সেনগুপ্ত স্পষ্ট জানিয়ে দেন এফআইআর খারিজ হবে না। তদন্তে স্থগিতাদেশও চেয়েছিলেন ‘জাত গোখরো’। এর কোনও আর্জিই মানেননি বিচারপতি। তিনি জানান, মিঠুনের বিরুদ্ধে তদন্ত চলবে। বিজেপি নেতাকে তদন্তে সহযোগিতা করতে হবে। তবে, পরবর্তী শুনানি ৩ সেপ্টেম্বর। তার আগে মিঠুনের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।
আরও খবরআমার ভূমি ঐক্যবদ্ধ, বঙ্গভূমি: বাংলা ভাষার সম্মানে গান লিখলেন মুখ্যমন্ত্রী

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version