Monday, August 11, 2025

স্বৈরাচারী বিজেপির পরিকল্পিত আক্রমণের মুখে ডবল ইঞ্জিন রাজ্যের দরিদ্র বাঙালি পরিবারগুলি। কেন্দ্রের নির্বাচনী ভোটার তালিকা সংশোধনীর (SIR) প্রতিবাদে যেভাবে বিরোধী দলগুলি একযোগে প্রতিবাদে সামিল হয়েছে, সেভাবেই বাংলাভাষার অপমানের বিরোধিতা নিয়ে জোটের বৈঠকেও সরব তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই বিজেপির সোশ্যাল মিডিয়া নেতা অমিত মালব্যর নির্লজ্জ বাংলা অপমানের প্রতিবাদে বাঙালির অস্মিতা রক্ষায় প্রতিবাদ জানিয়েছিলেন কংগ্রেস ও ডিএমকে নেতারা। বুধবার জোটের (INDIA) বৈঠক শেষেও এই ইস্যু তুললেন সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose)।

বিজেপির চক্রান্তে দেশের সাধারণ নাগরিকদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার যে পরিকল্পনা চলছে, তার বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে সরব বিরোধী INDIA। শুক্রবার নির্বাচন কমিশন (Election Commission) দফতর ঘেরাও অভিযান থাকলেও ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) সাংসদ শিবু সোরেনের প্রয়াণে সেই পরিকল্পনা পিছিয়ে গিয়েছে। তবে কোন পথে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে বিরোধী জোট – তা নিয়ে বুধবার আলোচনা জোটের শরিক দলগুলির। তৃণমূলের পক্ষে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dostidar), সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien)।

বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন জোটের নেতারা। মূলত যে ইস্য়ুতে নির্বাচন কমিশনের বিরোধিতায় সরব হবেন জোটের সদস্যরা তা প্রকাশ করা হয়। প্রথমত, যে নথি চাওয়া হয়েছে ভোটার হিসাবে কোনও ব্যক্তিকে প্রমাণ করতে, সেই নথি আদৌ কতটা সম্ভব দেওয়া। এই নথিকে অসম্ভব বলে দাবি করে ইন্ডিয়া (INDIA)। দ্বিতীয়ত, যে সময়সীমার মধ্যে গোটা রিভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করার নিশ্চয়তা দিয়েছে নির্বাচন কমিশন, তা অসম্ভব বলে দাবি করে ইন্ডিয়া।

সেই সঙ্গে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghose) সেই বৈঠক থেকেই তুলে ধরেন, বাংলা ভাষার মানুষের বিজেপির পরিকল্পিত আক্রমণের মুখে পড়তে হচ্ছে। মূলত পরিযায়ী শ্রমিক ও বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত দরিদ্র শ্রেণির মানুষকে সেখানে টার্গেট করা হচ্ছে। বাংলা বলার জন্য বাঙালিদের উপর এই অপমান কোনওভাবেই সহ্য করবে না শাসকদল তৃণমূল কংগ্রেস, স্পষ্ট করে দেন সাংসদ।

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version