Tuesday, November 4, 2025

জেল হেফাজতের পরে ফের একবার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এল কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ ধৃতদের। আগামী ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের (police custody) নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের (Alipore Court) বিচারক। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এই সময়ের মধ্যেই। আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করার সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে নেমে বেশ কিছু ফরেন্সিক নমুনা, ডিজিটাল প্রমাণ-সহ কয়েক জন সাক্ষীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেসব খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে জেরা করা প্রয়োজন। আগেও পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে একই আবেদন জানানো হয়েছিল যদিও। এবারে পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

তদন্তকারীদের পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, ল’ কলেজের তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও কেউ যুক্ত কি না, গোটা অপরাধে কার কতটা ভূমিকা ও সংগৃহীত প্রমাণ খতিয়ে দেখা হবে। অভিযুক্তের ‘মোটিভ’ সম্পর্কেও তদন্ত করতে, সাক্ষী ও অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখতে কিছুটা সময় চেয়ে নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

প্রসঙ্গত, মূল অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করে জানিয়েছিলেন অভিযুক্ত কোনভাবেই সামাজিকভাবে প্রভাবশালী নন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। প্রসঙ্গত, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং দুই বর্তমান পড়ুয়া জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কলেজের নিরাপত্তারক্ষীকেও।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version