Monday, November 10, 2025

অমিত শাহর দালালি করছে নির্বাচন কমিশন: তীব্র আক্রমণ মমতার, বেঁধে দিলেন স্লোগান

Date:

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দালালি করছে। বিজেপির ক্রীতদাস হিসেবে কাজ করছে। বুধবার, ভাষাসন্ত্রাসের প্রতিবাদে মিছিলের শেষে ঝাড়গ্রামের সভা থেকে জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। তীব্র আক্রমণ করে তিনি বলেন, এসআইআরের আড়ালে বাংলায় এনআরসি চালু করার চক্রান্ত চালাচ্ছে। নির্বাচন কমিশনকে (Election Commission) হুঁশিয়ারি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, কারও নাম বাদ দেওয়া যাবে না। একই সঙ্গে বাংলার দুই অফিসারকে সাসপেন্ড করা নোটিশ দেওয়ারও বিরোধিতা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

ভোটার তালিকায় নাম নথিভুক্তি অনিয়মের অভিযোগে বাংলার চার অফিসারকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন। তালিকায় ২ ERO (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার) এবং ২ AERO (অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)। ওই চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। এই বিষয় নিয়ে এদিনের সভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। এখন নির্বাচনের দিন ঘোষণা হয়নি। কমিশনের অধীনে রাজ্য প্রশাসন নয়। তাহলে, কোন অধিকারে রাজ্যের চার আধিকারিককে সাসপেন্ড করা হল? প্রশ্ন তুলে আক্রমণ করেন মমতা।

মুখ্যমন্ত্রী অভিযোগ, নির্বাচন কমিশনকে (Election Commission) কাজে লাগিয়ে জিততে চাইছে গেরুয়া শিবির। এসআইআরের নামে বাংলার ভোটারদের নাম কাটার ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি। এই অভিযোগ তুলে মমতা সাফ জানিয়ে দেন, কারও নাম কাটা যাবে না। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের কর্মী, অফিসার, পুলিশকে কমিশনের মাধ্যমে ভয় দেখাচ্ছে বিজেপি সরকার। তীব্র হুঙ্কার দিয়ে মমতা বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দালালি করছে। বিজেপির ক্রীতদাস হিসেবে কাজ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দালালি করছে নির্বাচন কমিশন।

অভয় দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সরকারি অফিসারদের রক্ষা করার দায়িত্ব আমার। আমরা আমাদের কর্মী-অফিসারদের রক্ষা করব। কাউকে সাসপেন্ড করব না।” একই সঙ্গে স্লোগান বেঁধে দেন তিনি- ”রক্ত দেব, কলিজা দেব, বিনাযুদ্ধ একইঞ্চি জমি ছাড়ব না”।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version