বুকের বাঁদিকটা চিনচিন করছে তো… দেব-শুভশ্রী কাছাকাছি আসতেই রাজকে খোঁচা প্রাক্তন স্ত্রীর 

Date:

Share post:

‘কিরে, কেমন লাগছে? History repeats…’ – শুভশ্রীর (Shubhashree Ganguly) কোমর ধরে দেবের (Dev) নাচের ভিডিও ভাইরাল হতেই রাজ চক্রবর্তীকে (Raj Chakroborty) খোঁচা প্রাক্তন স্ত্রী শতাব্দীর।এক দশকের দূরত্ব ভুলে কাছাকাছি এসেছেন দুই প্রাক্তন। সিনেমার তাগিদেই একে অন্যের হাত ধরে চোখে চোখে কথা বলেছেন দেব-শুভশ্রী। ঘটনাটা চূড়ান্ত পেশাদারিত্বের উদাহরণ তুলে ধরেছে ঠিকই, কিন্তু এর মাঝেই প্রাক্তন দুই প্রেমিক প্রেমিকার পুরনো রোমান্সের ঝলক মঞ্চে দেখেছেন দর্শকরা। তারপর থেকেই খবরের শিরোনামে দেব-শুভশ্রীর ‘পুনর্মিলন’।

‘ধূমকেতু’র (Dhumketu) ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যা যা ঘটলো তাতে দুই তারকার বর্তমান জীবনে কোন প্রভাব পড়ল কি? রুক্মিণী মৈত্রের প্রতিক্রিয়া মেলেনি (যদিও এ নিয়ে অনেক মিম তৈরি হয়েছে), তবে রাজ চক্রবর্তীকে নিজের অতীত সম্পর্কের কথা মনে করিয়ে খোঁচা দিতে ছাড়েননি তাঁর প্রথম স্ত্রী শতাব্দী মিত্র (Shatabdi Mitra)।

গত ৪ অগাস্ট (সোমবার) কলকাতার নজরুল মঞ্চে দেব-শুভশ্রীর কেমিস্ট্রির আগুনে ক্যামেরার ফ্ল্যাশে ফিরেছিল স্মৃতির ঢেউ। জুটির অনুরাগীরা দারুণ খুশি। কিন্তু অন্য প্রান্তে কোথাও কি পোড়া পোড়া গন্ধ মিলছে? লাইভ পারফর্ম্যান্সে যখন অনুরাগীদের নস্টালজিয়া উপহার দিচ্ছিলেন দেব-শুভশ্রী, তখন রুক্মিণী বা রাজ তা দেখেছিলেন কিনা সেটা জানা যায়নি। তবে নীরবে নিজের অনুভবের কথা লিখেছেন রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী। তাঁর প্রতিটি শব্দে অভিমান নাকি শ্লেষ ঝরে পড়ল তা না হয় পরিচালক চক্রবর্তী বুঝে নেবেন। কিন্তু কী লিখলেন তাঁর প্রাক্তন? শতাব্দীর পোস্ট, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলি তো? History repeats… বুকের বাঁদিকটা চিনচিন করছে তো…. আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা— আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’ এই কয়েকটা লাইনেই কি রাজকে নিজের অতীতের কথা মনে করিয়ে দিলেন শতাব্দী। পাশাপাশি তিনি এও দাবি করেছেন যে তিনি যতটা তাঁর প্রাক্তন স্বামীকে চেনেন, সেখান থেকে বলা যায় এই ঘটনায় রাজ কিছুটা অভিমান করবেন। আদৌ টলিউডের তথাকথিত পারফেক্ট তারকা যুগলের দাম্পত্যের প্রভাব পড়বে, নাকি সবটাই প্রমোশনের টেকনিক – তা নিয়ে সমাজ মাধ্যমে বিস্তার কাটাছেঁড়া শুরু হয়েছে। তবে সিনে বিশেষজ্ঞরা বলছেন এই আলোচনার মাঝেই নীরবে ‘ধূমকেতু’র (Dhumketu) ক্রেজ বেড়ে চলেছে। বক্স অফিসে লক্ষ্মীলাভের ইঙ্গিত মিলছে এখন থেকেই।

spot_img

Related articles

‘অসমের কণ্ঠস্বর’-এর প্রয়াণ হৃদয়বিদারক! শোকাহত প্রধানমন্ত্রী থেকে সঙ্গীতশিল্পীরা

সিঙ্গাপুরে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) (৫২)। সিঙ্গাপুরে নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল নামের...

সুরের সফর স্তব্ধ অ্যাডভেঞ্চারের নেশায়, জুবিনের মৃত্যু মানতে পারছে না সঙ্গীত জগত

বলিউডের সুরেলা জগতে তাঁর অন্যতম পরিচিতি ছিল 'গ্যাংস্টার' গায়ক হিসেবে। সেই হাসিখুশি চিরউদ্দ্যমতায় ভরা শিল্পীর মর্মান্তিক পরিণতি মানতে...

দূরের আকাশে পাখি মন: মর্মান্তিক দুর্ঘটনায় অকাল প্রয়াণ বিখ্যাত গায়ক জুবিন গর্গের

সিঙ্গাপুরে (Singapore) স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন বলিউডের বিখ্যাত গায়ক অসমিয়া সাংস্কৃতিক আইকন জুবিন গর্গ...

জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে… ‘ব্যাডস অফ বলিউড’-এ গ্রেফতারির স্মৃতি ফেরালেন আরিয়ান

একেই বলে 'বাপ কা বেটা', আরিয়ান খান (Aryaan Khan) পরিচালিত 'দ্য ব্যাডস অফ বলিউড’-এর স্ট্রিমিং শুরু হতেই দর্শকের...