Tuesday, August 12, 2025

বাংলাভাষা শেখাতে BJP-কে সহজপাঠ-বর্ণপরিচয় SFI-এর

Date:

Share post:

এবার বাংলা ভাষা সম্পর্কে বিজেপিকে (BJP) সম্যক জ্ঞান দিতে সহজপাঠ ও বর্ণপরিচয় পাঠাচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। SFI-এর রাজ্য় সম্পাদক দেবাঞ্জন দে জানান, ঘৃণার পরিবেশ ছড়াচ্ছে বিজেপি। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, নবজাগরণ সম্পর্কে কোনও ধারণাই নেই গেরুয়া শিবিরের। সেই কারণেই এই উদ্যোগ।

বুধবার, দেবাঞ্জন জানান, বাংলা ভাষা বললে বাংলাদেশী (Bangladeshi) বলা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন দিল্লি পুলিশ (Delhi Police) বলছে বাংলাভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। তার থেকে এক কদম এগিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য উক্তি করেন, বাংলা বলে না কি কোনও ভাষাই নেই। এর প্রতিবাদেই এই কটাক্ষ বাম ছাত্র সংগঠনের। SFI-এর রাজ্য় সম্পাদকের কথায়, দেশজুড়ে ঘৃণার পরিবেশ ছড়াচ্ছে বিজেপি। ভেদাভেদের বিষ বপণ করছে। বাংলা নিয়ে সম্যক জ্ঞান নেই তাদের। গেরুয়া শিবিরের জ্ঞানগম্যি বাড়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয়, রবীন্দ্রনাথের সহজপাঠের প্রথম ও দ্বিতীয়ভাগ বিজেপির সদর দফতরে পাঠানো হচ্ছে।

দেবাঞ্জন জানান, বাংলার কৃষ্টি, সংস্কৃতি, নবজাগরণ সম্পর্কে কোনও ধারণাই নেই বিজেপির। বাংলা ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা দেওয়ার জন্য বিজেপির সদর, আরএসএস-র সদর দফতরে সহজপাঠের প্রথম এবং দ্বিতীয় ভাগ, বর্ণ পরিচয় পাঠানো হচ্ছে। অমিত মালব্যকে ক্যুরিয়ারের মাধ্যমে পাঠানো হবে। সঙ্গে একটা বার্তা দেওয়া হচ্ছে। যেখানে লেখা থাকছে, পড়ুন, পড়ান বাংলা ভাষা কী। আরও লেখা থাকবে, স্বাধীনতা সংগ্রামে যখন বিজেপির ‘বাবা’ আরএসএস ব্রিটিশদের দালালি করছিল, তখন বাংলার স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিলেন। সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, সূর্য সেন, মুজফ্ফর আহমেদ বাংলা ভাষাতেই স্লোগান দিয়ে ভারতকে স্বাধীন করার স্বপ্ন দেখতেন, ব্রিটিশকে দেশছাড়া করেছেন।

বাংলাভাষার অপমানের প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পথে নেমে মিছিল করছেন তিনি। রাজ্যজুড়ে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে শাসকদল। এবার সেই পথে বামেরাও।

spot_img

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...