স্বাধীনতা দিবসের আগে মনোবল বাড়ছে রাজ্য পুলিশের। মুখ্যমন্ত্রীর পুলিশ পদক পাচ্ছেন রাজ্য পুলিশের ছ’জন কর্মরত আধিকারিক। এর মধ্যে চারজনকে দেওয়া হচ্ছে ‘মুখ্যমন্ত্রীর পুলিশ পদক ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস’ এবং দু’জন পাচ্ছেন ‘কমেন্ডেবল সার্ভিস’-এর জন্য সম্মান। ১৫ অগাস্ট কলকাতার রেড রোডে আয়োজিত স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের হাতে পদক তুলে দেবেন।
৫ অগস্ট প্রকাশিত রাজ্য পুলিশের সদর দফতরের সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘আউটস্ট্যান্ডিং সার্ভিস’ বিভাগে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন— মালদা রেঞ্জের আইজিপি দীপ নারায়ণ গোস্বামী, রাজ্য ট্রাফিক শাখার আইজিপি গৌরব শর্মা, কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (সদর) মীরাজ খালিদ এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি দেবস্মিতা দাস। অন্যদিকে, ‘কমেন্ডেবল সার্ভিস’ বিভাগে সম্মানিত হতে চলেছেন ঝাড়গ্রামের পুলিশ সুপার (ডিআইজি পদমর্যাদায়) অরিজিৎ সিনহা এবং বাঁকুড়া জেলার এসআই (এবি) ইশ্বর সোরেন।
জানা গিয়েছে, এই পদকের জন্য মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের পেশাগত নিষ্ঠা, দক্ষতা, নিরপেক্ষতা এবং দায়িত্ব পালনের গুণমানকে প্রাধান্য দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত আধিকারিকদের স্বাধীনতা দিবসের মহড়া ও মূল অনুষ্ঠানে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই কারণে যেন তাঁদের দৈনন্দিন কাজের স্বাভাবিকতায় কোনও ব্যাঘাত না ঘটে। রাজ্য পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (হেডকোয়ার্টার্স)-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই সম্মান পুলিশ বিভাগে বাড়তি মনোবল ও অনুপ্রেরণার সঞ্চার করবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
আরও পড়ুন- শুল্ক দ্বিগুণ ট্রাম্পের! রেখেঢেকে উত্তর দিল ভারত, তুলোধনা তৃণমূলের
_
_
_
_
_
_
_
_
_
_
_