ধর্ষণের তদন্তে ফের জেরা: তিনদিনের পুলিশ হেফাজত মনোজিতের

Date:

Share post:

জেল হেফাজতের পরে ফের একবার তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ এল কসবাকাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র-সহ ধৃতদের। আগামী ৮ অগাস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের (police custody) নির্দেশ দিয়েছেন আলিপুর আদালতের (Alipore Court) বিচারক। পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে এই সময়ের মধ্যেই। আদালতে অভিযুক্তদের নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন করার সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তদন্তে নেমে বেশ কিছু ফরেন্সিক নমুনা, ডিজিটাল প্রমাণ-সহ কয়েক জন সাক্ষীর নমুনা সংগ্রহ করা হয়েছে। সেসব খতিয়ে দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে জেরা করা প্রয়োজন। আগেও পুলিশের (Kolkata Police) পক্ষ থেকে একই আবেদন জানানো হয়েছিল যদিও। এবারে পুলিশের সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

তদন্তকারীদের পক্ষ থেকে এই ঘটনা প্রসঙ্গে জানানো হয়েছে, ল’ কলেজের তরুণীকে নির্যাতনের ঘটনায় আরও কেউ যুক্ত কি না, গোটা অপরাধে কার কতটা ভূমিকা ও সংগৃহীত প্রমাণ খতিয়ে দেখা হবে। অভিযুক্তের ‘মোটিভ’ সম্পর্কেও তদন্ত করতে, সাক্ষী ও অভিযুক্তদের বয়ান মিলিয়ে দেখতে কিছুটা সময় চেয়ে নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। অপরাধ সম্পর্কে বিস্তারিত জানতে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

প্রসঙ্গত, মূল অভিযুক্তের আইনজীবী জামিনের আবেদন করে জানিয়েছিলেন অভিযুক্ত কোনভাবেই সামাজিকভাবে প্রভাবশালী নন। তবে সেই আবেদন খারিজ হয়ে যায়। পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার। প্রসঙ্গত, গত ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে ওই কলেজের প্রাক্তনী মনোজিৎ মিশ্র এবং দুই বর্তমান পড়ুয়া জেব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তিনজনকেই গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল কলেজের নিরাপত্তারক্ষীকেও।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

৫৮ পাক সেনা খতম: পাক-আফগানিস্তান সীমান্ত সংঘর্ষে দাবি তালিবানদের

দীর্ঘ কয়েক দশক ধরে বিনা প্ররোচনায় আফগানিস্তানের নাগরিকদের উপর হামলা চালিয়ে চলেছে পাকিস্তানের সামরিক শক্তি। সর্বশেষ শুক্রবারের কাবুলে...

সাংবাদিক বৈঠকে মহিলা প্রবেশ নিষেধাজ্ঞা: চাপে পড়ে সাফাই আফগান মন্ত্রীর

ভারতের (India) মাটিতে আয়োজিত সাংবাদিক বৈঠকে একজনও মহিলা সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়নি। এই নিয়ে বিতর্ক তুঙ্গে। এর জেরে...