Wednesday, January 14, 2026

বাংলা বিরোধিতায় DVC-র জল ছাড়া! কেন্দ্রের মন্ত্রীর উত্তরে স্পষ্ট ষড়যন্ত্র, চ্যালেঞ্জ ঋতব্রতর

Date:

Share post:

একদিকে কেন্দ্রীয় প্রকল্পে সব রাজ্য টাকা পেলেও ব্রাত্য বাংলা। অন্যদিকে নিজেদের সম্পদে বলিয়ান বাংলার শক্তি খর্ব করতে বাংলার বিস্তীর্ণ এলাকা বানভাসি করে দেওয়ার বিজেপির সাঁড়াশি আক্রমণের পর্দাফাঁস তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে। আদৌ বাংলার প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই জল যে ছাড়া হয়নি, তা স্পষ্ট কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের উত্তরে। বিজেপির এই ষড়যন্ত্র বাংলার মানুষ জলের তোড়ে ভাসিয়ে দেবে, চ্যালেঞ্জ ঋতব্রতর।

রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বঙ্গে বিস্তীর্ণ এলাকায় ডিভিসি-র (DVC) ছাড়া জলে বানভাসি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে প্রশ্ন তোলেন। জানতে চান, ডিভিসি এপর্যন্ত কত জল ছেড়েছে। সাংসদের প্রশ্নের অর্ধসমাপ্ত উত্তর দেয় কেন্দ্রের মন্ত্রক। তাতেই কটাক্ষ করে ঋতব্রত (Ritabrata Banerjee) জানান, সারাদেশে যে বাংলা বিরোধী পরিবেশ বিজেপি তৈরি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখেই ডিভিসি (DVC) গোটা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে।

সেই সঙ্গে তথ্য পেশ করে ঋতব্রত বলেন, ডিভিসির জল ছাড়ার পরিমাণের উত্তরে ওরা জানিয়েছে ১৮ জুন থেকে ১৫ জুলাই একমাসেরও কম সময়ে, জল ছেড়েছে ২৭ হাজার ৯৮৭ লক্ষ কিউবিক মিটার। আমরা বলছি দুমাসে জুন ও জুলাই মাসে ডিভিসি জল ছেড়েছে ৫০ লক্ষ ২০৮৭ লক্ষ কিউবিক মিটার। অভাবনীয়। মনে রাখতে হবে ২০২৩-এর থেকে এই পরিমাণ ৩০ গুণ। ২০২৪-এর থেকে ১১ গুণ।

কেন্দ্রের উত্তর পাওয়ার পরে ঋতব্রত জানান, আমি প্রশ্ন করেছিলাম রাজ্য সরকার, বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছিল কি না। তার উত্তরে হ্যাঁ-ও নেই, না-ও নেই। উত্তরে রয়েছে – একটি কমিটি রয়েছে। কমিটি রয়েছে আমরাও জানি। কিন্তু কমিটি থাকলেই কী আলোচনা হয়? তার মানে বাংলার সরকারকে অন্ধকারে রেখে, বাংলাকে না জানিয়ে এই যে বিপুল পরিমাণ জল ছাড়া হল। যদিও জবাবে কায়দা করে কমিয়ে দেখানো।

এত চক্রান্তের পরও বিজেপির উদ্দেশ্য যে সফল হবে না, তাতে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত দাবি করেন, বাংলাকে ডুবিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দেশবিরোধী যে ষড়যন্ত্র, তার অংশ হিসাবে ডিভিসি এই ষড়যন্ত্র করছে। ওরা ভুলে যাচ্ছে ওরা জল ছেড়ে বাংলার মানুষকে যদি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, বিজেপি জল যখন ছেড়েছে ডিভিসিকে দিয়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন। বাংলার মানুষের জলের তোড়ে রাজনৈতিকভাবে বিজেপির সলিল সমাধি অনিবার্য।

spot_img

Related articles

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...

সংক্রান্তিতে কলকাতার পারদ ১৩ ডিগ্রি, শনিবার পর্যন্ত রাজ্যে কুয়াশার দাপট

মকর সংক্রান্তিতে কি কলকাতার জন্য শীত সাময়িক 'বিশ্রাম' নিয়ে নিল, নাকি ১০-১১ ডিগ্রি ঠান্ডা অনুভব করে ফেলায় বুধের...

মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলার গর্ব বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকীতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...