বাংলা বিরোধিতায় DVC-র জল ছাড়া! কেন্দ্রের মন্ত্রীর উত্তরে স্পষ্ট ষড়যন্ত্র, চ্যালেঞ্জ ঋতব্রতর

Date:

Share post:

একদিকে কেন্দ্রীয় প্রকল্পে সব রাজ্য টাকা পেলেও ব্রাত্য বাংলা। অন্যদিকে নিজেদের সম্পদে বলিয়ান বাংলার শক্তি খর্ব করতে বাংলার বিস্তীর্ণ এলাকা বানভাসি করে দেওয়ার বিজেপির সাঁড়াশি আক্রমণের পর্দাফাঁস তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্য়ায়ের (Ritabrata Banerjee) প্রশ্নের উত্তরে। আদৌ বাংলার প্রশাসনের সঙ্গে আলোচনা করে এই জল যে ছাড়া হয়নি, তা স্পষ্ট কেন্দ্রীয় জল সম্পদ উন্নয়ন মন্ত্রকের উত্তরে। বিজেপির এই ষড়যন্ত্র বাংলার মানুষ জলের তোড়ে ভাসিয়ে দেবে, চ্যালেঞ্জ ঋতব্রতর।

রাজ্যসভার তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বঙ্গে বিস্তীর্ণ এলাকায় ডিভিসি-র (DVC) ছাড়া জলে বানভাসি পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে প্রশ্ন তোলেন। জানতে চান, ডিভিসি এপর্যন্ত কত জল ছেড়েছে। সাংসদের প্রশ্নের অর্ধসমাপ্ত উত্তর দেয় কেন্দ্রের মন্ত্রক। তাতেই কটাক্ষ করে ঋতব্রত (Ritabrata Banerjee) জানান, সারাদেশে যে বাংলা বিরোধী পরিবেশ বিজেপি তৈরি করেছে তার সঙ্গে সাযুজ্য রেখেই ডিভিসি (DVC) গোটা বাংলাকে ডুবিয়ে দিচ্ছে।

সেই সঙ্গে তথ্য পেশ করে ঋতব্রত বলেন, ডিভিসির জল ছাড়ার পরিমাণের উত্তরে ওরা জানিয়েছে ১৮ জুন থেকে ১৫ জুলাই একমাসেরও কম সময়ে, জল ছেড়েছে ২৭ হাজার ৯৮৭ লক্ষ কিউবিক মিটার। আমরা বলছি দুমাসে জুন ও জুলাই মাসে ডিভিসি জল ছেড়েছে ৫০ লক্ষ ২০৮৭ লক্ষ কিউবিক মিটার। অভাবনীয়। মনে রাখতে হবে ২০২৩-এর থেকে এই পরিমাণ ৩০ গুণ। ২০২৪-এর থেকে ১১ গুণ।

কেন্দ্রের উত্তর পাওয়ার পরে ঋতব্রত জানান, আমি প্রশ্ন করেছিলাম রাজ্য সরকার, বাংলার সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছিল কি না। তার উত্তরে হ্যাঁ-ও নেই, না-ও নেই। উত্তরে রয়েছে – একটি কমিটি রয়েছে। কমিটি রয়েছে আমরাও জানি। কিন্তু কমিটি থাকলেই কী আলোচনা হয়? তার মানে বাংলার সরকারকে অন্ধকারে রেখে, বাংলাকে না জানিয়ে এই যে বিপুল পরিমাণ জল ছাড়া হল। যদিও জবাবে কায়দা করে কমিয়ে দেখানো।

এত চক্রান্তের পরও বিজেপির উদ্দেশ্য যে সফল হবে না, তাতে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত দাবি করেন, বাংলাকে ডুবিয়ে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের দেশবিরোধী যে ষড়যন্ত্র, তার অংশ হিসাবে ডিভিসি এই ষড়যন্ত্র করছে। ওরা ভুলে যাচ্ছে ওরা জল ছেড়ে বাংলার মানুষকে যদি ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, বিজেপি জল যখন ছেড়েছে ডিভিসিকে দিয়ে। ২০২৬-এর বিধানসভা নির্বাচন। বাংলার মানুষের জলের তোড়ে রাজনৈতিকভাবে বিজেপির সলিল সমাধি অনিবার্য।

spot_img

Related articles

কলকাতার সঙ্গে জুড়ে গেল চিন: ঘোষণা হল প্রথম উড়ানের দিন

ভারত সরকার চিনের সঙ্গে নতুনভাবে যোগাযোগের বার্তা দিয়েছিল। ভারত ও চিনের মধ্যে সরাসরি উড়ানের প্রস্তাবও হয়েছিল। এবার কলকাতা...

দুর্গাপুজোর বিসর্জনে বিপর্যয় মধ্যপ্রদেশে: ট্রাক্টর উল্টে মৃত ১১

দুর্গাপুজোর বিসর্জনে বড়সড় বিপর্যয় মধ্যপ্রদেশের (Madhyapradesh) খান্ডোয়া জেলায়। বিসর্জনের গ্রামবাসী বোঝাই ট্রাক্টর (tractor) উল্টে গিয়ে জলে পড়ে যান...

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির একাধিক গ্রাম, বিধায়কের উদ্যোগে দ্রুত ত্রাণ-উদ্ধার

এক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড সন্দেশখালির (Sandeshkhali) একাধিক গ্রাম। বৃহস্পতিবার, বিকেল চারটে নাগাদ পাথরঘাটা এলাকায় টর্নেডোতে ক্ষতিগ্রস্ত হয় প্রায়...

দুর্গোৎসবের দশমীতে কাঁদল প্রকৃতিও: উত্তরে ধসে বিপর্যয়

ফের অতি গভীর নিম্নচাপ। নবমীতে কিছুটা রেহাই দিলেও দশমী থেকেই উত্তর ও দক্ষিণ – দুই বঙ্গেই বৃহস্পতিবার থেকে...