Friday, December 5, 2025

নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে শুরু হল চারদিনব্যাপী বর্ণময় উদযাপন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে বাল্যবিবাহ বন্ধের বার্তা নির্দেশ মমতা।

অনুষ্ঠানের সূচনায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে তুলে দেন সরকারি পরিষেবার নথিপত্র ও উপকরণ, বিভিন্ন সাংস্কৃতিক দলের হাতে তুলে দেন ধামসা-মাদল। শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করেন আদিবাসী সমাজের কৃতী মানুষদের। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা, প্রাক্তন সাংসদ উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা ও ডা. খগেন্দ্রনাথ মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্টজনেরা।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, “বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট হলেও, রাজ্যে চারদিন ধরে তা পালন করা হচ্ছে। আজ তার সূচনা হল ঝাড়গ্রাম (Jhargram) থেকে।” তিনি বলেন, “ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় যাতে কোনও বাধা না আসে, তার জন্য রাজ্য সরকার সাইকেল, স্মার্টফোন, আর্থিক সহায়তা সহ নানাবিধ প্রকল্প চালু করেছে।” অনুষ্ঠান মঞ্চেই একটি মেয়ে জানায়, সে পড়তে ও খেলাধুলা করতে চায়। তখনই মুখ্যসচিবকে ডেকে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলতে বলেন। এরপরেই অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেবেন না। মেয়েরা সমাজের বোঝা নয়। ওদের স্বাবলম্বী হতে দিন। আজকের মেয়েরা অনেক এগিয়ে গেছে।”

spot_img

Related articles

বাংলা বলায় বাংলাদেশে পুশ ব্যাক: লোকসভায় প্রসঙ্গ তুলতেই বন্ধ করা হল শতাব্দীর মাইক!

তাঁরই লোকসভা ক্ষেত্রের বাসিন্দা সোনালি খাতুন। বৈধ ভারতীয় হওয়া সত্ত্বেও বিজেপির ডবল ইঞ্জিন সরকার তাঁকে ও তাঁর পরিবারকে...

রাশিয়ার সহযোগিতায় ভারতে সবথেকে বড় পারমাণবিক প্রকল্প: ঘোষণা পুতিনের

পারমাণবিক পরীক্ষার কথা ঘোষণা করে সম্প্রতি গোটা বিশ্বকে চাপে ফেলার চেষ্টা করেছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)।...

পথ দুর্ঘটনায় গুরুতর আহত বাইক আরোহী: সেবাশ্রয়-২ ক্যাম্প থেকে দ্রুত চিকিৎসা

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) স্বপ্নের প্রকল্প সেবাশ্রয়(Sebashray) আবারও প্রমাণ করল—সাধারণ মানুষের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য চিকিৎসা...

অগ্নিদগ্ধ অভিনেতা আরিফিন শুভ! দ্রুত আরোগ্য কামনা অনুরাগীদের

শুটিং চলাকালীন ফ্লোরে শট দিতে গিয়ে আচমকাই অগ্নিদগ্ধ বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ (Arifin Shuvoo)!তৎক্ষণাৎ তাঁকে চিকিৎসকের কাছে...