Thursday, December 25, 2025

নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে শুরু হল চারদিনব্যাপী বর্ণময় উদযাপন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে বাল্যবিবাহ বন্ধের বার্তা নির্দেশ মমতা।

অনুষ্ঠানের সূচনায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে তুলে দেন সরকারি পরিষেবার নথিপত্র ও উপকরণ, বিভিন্ন সাংস্কৃতিক দলের হাতে তুলে দেন ধামসা-মাদল। শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করেন আদিবাসী সমাজের কৃতী মানুষদের। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা, প্রাক্তন সাংসদ উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা ও ডা. খগেন্দ্রনাথ মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্টজনেরা।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, “বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট হলেও, রাজ্যে চারদিন ধরে তা পালন করা হচ্ছে। আজ তার সূচনা হল ঝাড়গ্রাম (Jhargram) থেকে।” তিনি বলেন, “ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় যাতে কোনও বাধা না আসে, তার জন্য রাজ্য সরকার সাইকেল, স্মার্টফোন, আর্থিক সহায়তা সহ নানাবিধ প্রকল্প চালু করেছে।” অনুষ্ঠান মঞ্চেই একটি মেয়ে জানায়, সে পড়তে ও খেলাধুলা করতে চায়। তখনই মুখ্যসচিবকে ডেকে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলতে বলেন। এরপরেই অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেবেন না। মেয়েরা সমাজের বোঝা নয়। ওদের স্বাবলম্বী হতে দিন। আজকের মেয়েরা অনেক এগিয়ে গেছে।”

spot_img

Related articles

বেঙ্গল সুপার লিগ: উত্তর ২৪ পরগনাকে হারিয়ে জয়ে ফিরল ব্যারেটোর দল

জমজমাট  শ্রাচি আয়োজিত বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। বড়দিনের দুপুরেও ছিল লিগের ম্যাচ। কল্যাণী স্টেডিয়ামে হাওড়া হুগলি ওয়ারিওর্সের(Howrah-Hooghly...

কেন্দ্রের প্রকল্পকে তোয়াক্কা নয়: বাংলা জুড়ে সবুজ বিল্পব

বাংলায় বিজেপির নেতারা যখন কেন্দ্রীয় প্রকল্প বাংলায় লাগু না করার জন্য প্রতিবাদে সামিল হচ্ছেন, তখন পরিসংখ্যানই বলে দিচ্ছে...

সাহিত্য অকাদেমিতেও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা বিজেপির! দমদম বইমেলার মঞ্চে সুর চড়ালেন ব্রাত্য

রাজনীতি থেকে সাহিত্য; সর্বত্র নিজেদের আধিপত্য কায়েম করতে চাইছে বিজেপি। বৃহস্পতিবার দমদম বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ ভাবেই গেরুয়া...

কোথায় পুলিশ: অসমে খ্রিস্টান স্কুলে হামলায় সরব সংগঠন, মোদিকে প্রশ্ন তৃণমূলের

বিজেপি শাসিত ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশের পর এবার অসম। উগ্রহিন্দুত্ববাদীদের হামলার শিকার খ্রিস্টান (Christian) সম্প্রদায়ের মানুষ। বজরং দলের...