Saturday, November 15, 2025

নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে শুরু হল চারদিনব্যাপী বর্ণময় উদযাপন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে বাল্যবিবাহ বন্ধের বার্তা নির্দেশ মমতা।

অনুষ্ঠানের সূচনায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে তুলে দেন সরকারি পরিষেবার নথিপত্র ও উপকরণ, বিভিন্ন সাংস্কৃতিক দলের হাতে তুলে দেন ধামসা-মাদল। শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করেন আদিবাসী সমাজের কৃতী মানুষদের। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা, প্রাক্তন সাংসদ উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা ও ডা. খগেন্দ্রনাথ মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্টজনেরা।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, “বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট হলেও, রাজ্যে চারদিন ধরে তা পালন করা হচ্ছে। আজ তার সূচনা হল ঝাড়গ্রাম (Jhargram) থেকে।” তিনি বলেন, “ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় যাতে কোনও বাধা না আসে, তার জন্য রাজ্য সরকার সাইকেল, স্মার্টফোন, আর্থিক সহায়তা সহ নানাবিধ প্রকল্প চালু করেছে।” অনুষ্ঠান মঞ্চেই একটি মেয়ে জানায়, সে পড়তে ও খেলাধুলা করতে চায়। তখনই মুখ্যসচিবকে ডেকে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলতে বলেন। এরপরেই অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেবেন না। মেয়েরা সমাজের বোঝা নয়। ওদের স্বাবলম্বী হতে দিন। আজকের মেয়েরা অনেক এগিয়ে গেছে।”

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...