নাবালিকার অনুরোধ: বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের মঞ্চ থেকেই বাল্যবিবাহ বন্ধের নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষ্যে ঝাড়গ্রামে শুরু হল চারদিনব্যাপী বর্ণময় উদযাপন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঝাড়গ্রাম (Jhargram) স্টেডিয়ামে এই অনুষ্ঠান উদ্বোধন করেন। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রাজ্যের প্রশাসনিক শীর্ষ নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান মঞ্চ থেকে বাল্যবিবাহ বন্ধের বার্তা নির্দেশ মমতা।

অনুষ্ঠানের সূচনায় একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের হাতে তুলে দেন সরকারি পরিষেবার নথিপত্র ও উপকরণ, বিভিন্ন সাংস্কৃতিক দলের হাতে তুলে দেন ধামসা-মাদল। শিল্প, শিক্ষা ও সংস্কৃতিতে অবদানের জন্য সংবর্ধনা প্রদান করেন আদিবাসী সমাজের কৃতী মানুষদের। মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, মন্ত্রী ইন্দ্রনীল সেন ও বীরবাহা হাঁসদা, প্রাক্তন সাংসদ উমা সরেন, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা ও ডা. খগেন্দ্রনাথ মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল, পুলিশ সুপার অরিজিৎ সিনহা-সহ প্রশাসনিক ও রাজনৈতিক মহলের বিশিষ্টজনেরা।

মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, “বিশ্ব আদিবাসী দিবস ৯ আগস্ট হলেও, রাজ্যে চারদিন ধরে তা পালন করা হচ্ছে। আজ তার সূচনা হল ঝাড়গ্রাম (Jhargram) থেকে।” তিনি বলেন, “ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ। তাদের পড়াশোনায় যাতে কোনও বাধা না আসে, তার জন্য রাজ্য সরকার সাইকেল, স্মার্টফোন, আর্থিক সহায়তা সহ নানাবিধ প্রকল্প চালু করেছে।” অনুষ্ঠান মঞ্চেই একটি মেয়ে জানায়, সে পড়তে ও খেলাধুলা করতে চায়। তখনই মুখ্যসচিবকে ডেকে বিষয়টি দেখতে বলেন মুখ্যমন্ত্রী। পরিবারের সঙ্গে কথা বলতে বলেন। এরপরেই অভিভাবকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, “তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেবেন না। মেয়েরা সমাজের বোঝা নয়। ওদের স্বাবলম্বী হতে দিন। আজকের মেয়েরা অনেক এগিয়ে গেছে।”

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...