Monday, August 11, 2025

নতুন করে প্যানেল তৈরি করতে হবে! জয়েন্ট এন্ট্রান্সের ফল নিয়ে বড় রায় আদালতের

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (Joint Entrance Board) নতুন করে প্যানেল তৈরি করতে হবে। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ২০১০ সালের আগের ৬৬টি OBC নিয়ে হবে নতুন প্যানেল। ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে।

এদিনই জয়েন্টের (Joint Entrance Board) ফল প্রকাশের কথা ছিল। কিন্তু এদিন সকালে আদালত জানিয়েছিল, OBC এ ও বি অনুযায়ী যে মেধা তালিকা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ৬৬ সংরক্ষণ মেনে ওবিসি তালিকা অনুযায়ী মেধা তালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (Joint Entrance board) কিছু তথ্য জমা দিয়েছিল। সেটা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। এদিন ফের শুনানি হয়।

সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাই কোর্ট। রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই পরিস্থিতিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কবে বের হবে- তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে তা ৭ অগাস্ট বেরনোর কথা থাকলেও সেটা প্রকাশ করা যাচ্ছে না।
আরও খবর১১৩ বছর আগের ১০ টাকার নোটেও ছিল বাংলা লেখা: প্রমাণ দিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী

এদিন রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে। আদালতের এই রায় জানাতে হবে রাজ্যের মুখ্যসচিবকে।

বিচারপতি জানান, হাই কোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হল।

spot_img

Related articles

অনুমোদন মন্ত্রিসভায়! দিঘার জগন্নাথ মন্দিরের আদলে রাজ্যে তৈরি হবে ‘দুর্গাঙ্গন’ 

রাজ্যে তৈরি হতে চলেছে ‘দুর্গাঙ্গন’। দিঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত হবে এই বিশেষ সাংস্কৃতিক কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

ফের বিজেপিশাসিত ওড়িশায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরাল কিশোরী!

চলতি মাসে ওড়িশায় (Odisha) গায়ে আগুন লাগানোর ঘটনা মোট চার। যার মধ্যে ৩ জনেরই মৃত্যু হয়েছে। সোমবার ওডিশার...

মর্মান্তিক! রেললাইনে উদ্ধার এক শিশুসহ ৩ মহিলার মৃতদেহ

সোমবার ভোরে পুরুলিয়ার (Puruliya) সুইসা স্টেশনের কাছে রেললাইনের উপর থেকে তিন মহিলার দেহ উদ্ধার করল রেল পুলিশ। মৃতরা...

কমিশনের অভিযোগের তদন্ত শুরু রাজ্যের, নির্বাচনের কাজ থেকে অব্যাহতি ২ আধিকারিককে: জানালেন পন্থ

ভোটার তালিকায় গরমিলের অভিযোগে চার আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। আপাতত...