নতুন করে প্যানেল তৈরি করতে হবে! জয়েন্ট এন্ট্রান্সের ফল নিয়ে বড় রায় আদালতের

Date:

Share post:

জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (Joint Entrance Board) নতুন করে প্যানেল তৈরি করতে হবে। বৃহস্পতিবার, কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি কৌশিক চন্দ (Kaushik Chanda) জানান, ২০১০ সালের আগের ৬৬টি OBC নিয়ে হবে নতুন প্যানেল। ওবিসি-র জন্য ৭ শতাংশ সংরক্ষণ থাকবে। ১৫ দিনের মধ্যে আদালতের এই নির্দেশ কার্যকর করতে হবে।

এদিনই জয়েন্টের (Joint Entrance Board) ফল প্রকাশের কথা ছিল। কিন্তু এদিন সকালে আদালত জানিয়েছিল, OBC এ ও বি অনুযায়ী যে মেধা তালিকা তৈরি হয়েছে সেটা প্রকাশ করা যাবে না। ২২ মে ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, ৬৬ সংরক্ষণ মেনে ওবিসি তালিকা অনুযায়ী মেধা তালিকা তৈরি করে প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকার ও জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (Joint Entrance board) কিছু তথ্য জমা দিয়েছিল। সেটা যথেষ্ট নয় বলেই মনে করেন বিচারপতি। এদিন ফের শুনানি হয়।

সম্প্রতি রাজ্যের বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে হাই কোর্ট। রাজ্যের ওবিসি শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তির মামলায় হাই কোর্টের নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই পরিস্থিতিতে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল কবে বের হবে- তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। তবে তা ৭ অগাস্ট বেরনোর কথা থাকলেও সেটা প্রকাশ করা যাচ্ছে না।
আরও খবর১১৩ বছর আগের ১০ টাকার নোটেও ছিল বাংলা লেখা: প্রমাণ দিয়ে দেখালেন মুখ্যমন্ত্রী

এদিন রায়ে আদালত স্পষ্ট জানিয়েছে, তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদমর্যাদার আধিকারিককে। আদালতের এই রায় জানাতে হবে রাজ্যের মুখ্যসচিবকে।

বিচারপতি জানান, হাই কোর্টের ২০২৪ সালের ওবিসি রায় লঙ্ঘন করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নতুন করে প্যানেল তৈরির নির্দেশ দেওয়া হল।

spot_img

Related articles

প্রয়াত ইংরাজি দৈনিকের সম্পাদক সংকর্ষণ ঠাকুর: শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী, দেশের একাধিক রাজনীতিকের

সাংবাদিক তথা সম্পাদক সংকর্ষণ ঠাকুরের প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে সোমবার তিনি...

ফের বিদেশযাত্রার অনুমতি হাই কোর্টের, এবার কোথায় চললেন কুণাল

একবছরে তৃতীয়বার বিদেশ যাত্রার অনুমতি পেলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তাঁর আবেদনের ভিত্তিতে সোমবার...

খেলার ছলে গুলি! ব্যারাকপুর পুলিশের হাতে গ্রেফতার আইনের পড়ুয়া-সহ তিন

হাতে ছিল পিস্তল। খেলার ছলেই তা থেকে গুলি চালানো হল। একটি নয়, পরপর তিনটি। আর এই গুলির জেরেই...

আলকারাজের জয়ে খুশি হননি ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ভাইরাল

সিনারকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেন (US Open) জিতেছেন কার্লোস আলকারাজ (Carlos Alcara) । আর্থার অ্যাশ স্টেডিয়ামে  মেগা ফাইনালে উপস্থিত...