Sunday, November 2, 2025

অফিসারদের সাসপেন্ড: কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল! জোড়া তোপ মুখ্যমন্ত্রী-অভিষেকের

Date:

নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের দুই প্রশাসনিক আধিকারিককে সাসপেন্ড করায় তীব্র প্রতিবাদে ফেটে পড়ল রাজ্যের শাসক দল। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক সভা থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দিল্লি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, কোনও নির্বাচন ঘোষণা না হওয়া সত্ত্বেও কমিশনের এই সিদ্ধান্ত একেবারে এক্তিয়ার-বহির্ভূত। সংবিধানের দোহাই দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাবাসাহেব আম্বেদকরের লেখা সংবিধান অনুযায়ী এই অধিকার নির্বাচন কমিশনের নেই। এখন তো কোনও নির্বাচনই নয়। বিজ্ঞপ্তি জারি হলে তবেই কমিশন ব্যবস্থা নিতে পারে। তিনি আরও বলেন, কমিশন কী ভাবছে? এখন থেকেই অফিসারদের ভয় দেখাবে? এটা হতে পারে না।

ঝাড়গ্রামের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, না জেনে যেন কেউ ফর্ম না পূরণ করেন। ওরা আপনার ডিটেলস নিয়ে এনআরসির নোটিশ ধরিয়ে দিতে পারে। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, সবাইকে ভোটার তালিকায় নাম তুলতেই হবে। এটা কেন্দ্রের নতুন করে নাম বাদ দেওয়ার চক্রান্ত। তাই নাম আছে কিনা ভালো করে খতিয়ে দেখতে হবে।তিনি জানান, ২০০২ সালের পর যারা জন্মেছেন, তাদের বাবা-মায়ের জন্ম শংসাপত্র চাওয়া হচ্ছে। কিন্তু সকলের তো সেই নথি থাকে না। স্কুলের সার্টিফিকেটই আমাদের পরিচয়। ৪৬ বছর আগের নথি কোথায় পাবে মানুষ? গরিবদের কী করে বুঝবে যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে? কমিশনের পদক্ষেপ নিয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, সরকার আপনাদের পাশেই আছে, থাকবে। এরা ব্যাকডোর দিয়ে লোক ঢোকাতে চাইছে। বিজেপি এনআরসি করতে চাইছে।

অন্যদিকে, দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তীব্র ভাষায় আক্রমণ করেন নির্বাচন কমিশনকে। তাঁর অভিযোগ, কমিশনের এই পদক্ষেপ একেবারে এক্তিয়ার বহির্ভূত। ভোটের প্রায় একবছর আগে কমিশন এত তৎপর হয়ে পড়েছে কেন? এটাই প্রমাণ করে তারা সরকারকে কাজ করতে দিচ্ছে না, বিজেপিকে বাড়তি সুবিধা করে দিতে চাইছে। তিনি আরও বলেন, যে সরকারকে বাংলার ১২ কোটি মানুষ ভোট দিয়ে এনেছে, সেই সরকারের সঙ্গে আলোচনা না করে কমিশন এমন সিদ্ধান্ত নিতে পারে না। নির্বাচন কমিশনের এই ভূমিকা আসলে এক তরফা ও পক্ষপাতদুষ্ট।

আরও পড়ুন – বেলেঘাটায় গৃহবধূর রহস্যমৃত্যু, স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version